যারা পরিচর্যা সভার অংশগুলো পরিচালনা করে তাদের জন্য নির্দেশাবলি
আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যা থেকে পরিচর্যা সভার তালিকার পরিভাষাকে সহজ করা হচ্ছে। নীচের নির্দেশনা ও অনুস্মারকগুলো, ২০০৯ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত “যেভাবে পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নেওয়া যায়” নামক প্রবন্ধে যা বলা হয়েছিল, তাতে পরিবর্তন এবং সংশোধন করবে।
◼ বক্তৃতা: এটা এরকম একটা বক্তৃতাকে নির্দেশ করে, যেটা নির্ধারিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে দেওয়া হয় আর এটাতে শ্রোতারা অংশগ্রহণ করে না। মণ্ডলীর জন্য কী সবেচেযে বেশি সাহায্যকারী হবে সেটার ওপর বক্তার মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত।
◼ প্রশ্নোত্তর: এটা অনেকটা প্রহরীদুর্গ অধ্যয়নের মতো, এই অংশটাতে খুব সংক্ষিপ্ত একটা ভূমিকা ও উপসংহার থাকে আর সমস্ত অনুচ্ছেদ থেকেই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। বক্তার অতিরিক্ত মন্তব্য করা এড়িয়ে চলা উচিত। সময় থাকলে, মুখ্য শাস্ত্রপদগুলো পড়া যেতে পারে। অনুচ্ছেদগুলো পড়ার নির্দেশাবলি দেওয়া না থাকলে, সেগুলো পড়ার দরকার নেই।
◼ আলোচনা: এটা হল এরকম একটা বক্তৃতা যেটাতে শ্রোতারা আংশিক অংশগ্রহণ করে থাকে। এটা শুধুমাত্র একটা বক্তৃতা নয় আর এটা পুরোপুরি প্রশ্নোত্তরও নয়।
◼ নমুনা ও সাক্ষাৎকার: নমুনা দেখানোর নির্দেশনা দেওয়ার অর্থ হল যে, যে-ভাইকে সেই অংশের কার্যভার দেওয়া হয়, তাতে নমুনা অন্তর্ভুক্ত করার দায়িত্ব তারই; তাকে নিজেকে সেই নমুনা দেখাতে হবে না। তাকে সাহায্য করার জন্য যাদেরকে তিনি বেছে নেন, তাদেরকে যোগ্য ও উদাহরণযোগ্য হতে হবে আর সম্ভব হলে, তাদের সঙ্গে তার আগে থেকে ব্যবস্থাদি করা উচিত। কীভাবে কাজটা সম্পাদন করা হবে সেটার নমুনা দেখাতে, নতুন ও অনভিজ্ঞ প্রকাশকদের শুধুমাত্র মঞ্চে আসার সুযোগ প্রদান করার জন্য তাদেরকে ব্যবহার না করা সর্বোত্তম, যদিও কাউকে কাউকে গৃহকর্তা হিসেবে ব্যবহার করা যেতে পারে। যে-প্রকাশকরা নমুনাটা প্রদর্শন করবে তাদের শ্রোতাদের দিকে মুখ করে তা করা উচিত। সাক্ষাৎকার নেওয়ার জন্য যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে তাদের মন্তব্যগুলো বসার জায়গা থেকে না করে বরং মঞ্চ থেকে করা উচিত। নমুনা ও সাক্ষাৎকারগুলোর মহড়া দেওয়া উচিত। সভার সময় যদি পেরিয়ে যায় আর এর ফলে একজন ভাইকে যদি তার অংশকে সংক্ষিপ্ত করতে হয়, তবুও তিনি নমুনা ও সাক্ষাৎকারগুলোকে বাদ দেওয়া এড়িয়ে চলবেন। অংশগ্রহণকারীদের বাছাই করার আগে পরিচারক দাসদের প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটর বা অন্য প্রাচীনের সঙ্গে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
বিরল কোনো অংশের বিষয়ে যদি বিশেষ নির্দেশাবলি থাকে, তাহলে সেগুলোকে মনোযোগপূর্বক মেনে চলা উচিত। ওপরে যেমন উল্লেখ করা হয়েছে, সেই অনুসারে পরিচর্যা সভার অংশগুলো তুলে ধরার দ্বারা ভাইয়েরা পরিচর্যা সভাগুলোকে ‘শিষ্ট ও সুনিয়মিতরূপে করার’ ক্ষেত্রে অবদান রাখবে।—১ করি. ১৪:৪০.