পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“সন্তানদেরকে দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য বড়ো করে তোলা নিশ্চিতভাবেই এক প্রতিদ্বন্দ্বিতা। তা করার ক্ষেত্রে বাবা-মারা কীভাবে সফল হতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে কিছু বিজ্ঞ পরামর্শ দেখাতে পারি? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ইফিষীয় ৬:৪ পদ পড়ুন।] এই প্রবন্ধটি এটি এবং অন্যান্য নীতিকে বিশ্লেষণ করে, যেগুলো বাবা-মাদেরকে তাদের প্রচেষ্টায় সাহায্য করবে।” ৩০ পৃষ্ঠায় শুরু হওয়া প্রবন্ধটি তুলে ধরুন।