পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
আপনার এলাকার লোকেদের উদ্বিগ্ন করে এমন একটা খবরের বিষয়ে উল্লেখ করুন। এরপর বলুন: “আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, কেন লোকেরা এই ধরনের খারাপ কাজগুলো করে থাকে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ঈশ্বর আমাদেরকে আশার কারণ প্রদান করেন। এই বিষয়ে শাস্ত্রপদগুলো কী বলে তা কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ২ পিতর ৩:১৩ পদ পড়ুন।] মন্দতার কারণগুলো এবং কীভাবে ঈশ্বর শীঘ্র মন্দ কাজগুলোর শেষ নিয়ে আসবেন, সেই বিষয়ে এই পত্রিকাটি ব্যাখ্যা করে।”