ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/১১ পৃষ্ঠা ১
  • এক জোরালো সাক্ষ্য প্রদান করা হবে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক জোরালো সাক্ষ্য প্রদান করা হবে
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তাদেরকে স্বাগত জানান!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কীভাবে আমরা স্মরণার্থ সভায় আসা ব্যক্তিদের সাহায্য করতে পারি?
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের অতিথিদের স্বাগত জানান
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • যিহোবার প্রেমপূর্ণ-দয়ার জন্য ধন্যবাদ দিন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/১১ পৃষ্ঠা ১

এক জোরালো সাক্ষ্য প্রদান করা হবে

১. বক্তৃতা ছাড়াও, আর কোন বিষয়টা স্মরণার্থ সভায় আমন্ত্রিত ব্যক্তিদের প্রভাবিত করতে পারে? ব্যাখ্যা করুন।

১ কখন? স্মরণার্থ সভার রাতে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য লোকেদেরকে আমন্ত্রণ জানাতে অনেক প্রচেষ্টা করা হয়েছে। আমন্ত্রিত লোকেরা যা শোনে একমাত্র সেটাই যে তাদেরকে প্রভাবিত করতে পারে তা নয়। স্মরণার্থ সভায় যোগ দেওয়ার পর, একজন ভদ্রমহিলা যা দেখেছিলেন—প্রত্যেকের বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন বিল্ডিং, যেটা স্বেচ্ছাসেবকদের দ্বারা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে—সেই বিষয়ে নির্দিষ্টভাবে মন্তব্য করেছিলেন। তাই, শুধুমাত্র বক্তাই নন কিন্তু আমরা সকলেই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপলক্ষ্যে সাক্ষ্য প্রদান করায় অংশ নিই।—ইফি. ৪:১৬.

২. কীভাবে আমরা প্রত্যেকে আমন্ত্রিত ব্যক্তির কাছে সাক্ষ্য প্রদান করতে পারি?

২ আন্তরিকভাবে আমন্ত্রিত ব্যক্তিদের সম্ভাষণ জানান: আমন্ত্রিত ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক হাসি ও উৎসাহজনকভাবে তাদেরকে অভ্যর্থনা জানানো এক সাক্ষ্য প্রদান করবে। (যোহন ১৩:৩৫) এমনকী আপনি যদি প্রত্যেকের সঙ্গে কথা বলতে না-ও পারেন, তবুও আপনি আপনার নিকটে থাকা লোকেদের কাছে আন্তরিকতার সঙ্গে নিজের পরিচয় দিতে পারেন। (ইব্রীয় ১৩:১, ২) যে-আমন্ত্রিত ব্যক্তিরা কাউকে জানে না বলে মনে হয় তাদের প্রতি খেয়াল রাখুন। সম্ভবত, তারা অভিযান চলাকালীন আমন্ত্রণপত্র পেয়েছিল। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, “আপনি কি এখানে প্রথমবার এসেছেন?” তাদেরকে আপনার সঙ্গে বসতে আমন্ত্রণ জানান এবং তাদের থাকতে পারে এমন যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনার মণ্ডলীকে যদি সঙ্গেসঙ্গে হল ছেড়ে দিতে হয় যাতে অন্য মণ্ডলী সেটা ব্যবহার করতে পারে, তাহলে আপনি হয়তো বলতে পারেন: “এই কার্যক্রমটি আপনার কেমন লেগেছে তা আমি জানতে চাই। আমি কি আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারি?”

৩. কীভাবে আমরা নিষ্ক্রিয় ব্যক্তিদের অভ্যর্থনা জানাতে পারি?

৩ নিষ্ক্রিয় ব্যক্তিদের অভ্যর্থনা জানান: নিঃসন্দেহে, নিষ্ক্রিয় প্রকাশকরা উপস্থিত থাকবে, যাদের মধ্যে কেউ কেউ প্রতি বছর শুধুমাত্র স্মরণার্থ সভায় যোগদান করে। তাদেরকে অভ্যর্থনা জানান এবং জানতে দিন যে, আপনি তাদেরকে দেখে সত্যই আনন্দিত। (রোমীয় ১৫:৭) মণ্ডলীর সঙ্গে মেলামেশা করে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিতে প্রাচীনরা অল্পদিনের মধ্যেই তাদের বাড়িতে যেতে পারে। আমরা প্রার্থনা করি যে, উপস্থিত অনেকেই যা শুনেছে শুধু সেই জন্যই নয় কিন্তু ‘স্বচক্ষে আমাদের সৎক্রিয়া’ দেখেও ঈশ্বরের গৌরব করতে অনুপ্রাণিত হবে।—১ পিতর ২:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার