ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/১৩ পৃষ্ঠা ২-৩
  • তাদেরকে স্বাগত জানান!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তাদেরকে স্বাগত জানান!
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক জোরালো সাক্ষ্য প্রদান করা হবে
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের অতিথিদের স্বাগত জানান
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • কীভাবে আমরা স্মরণার্থ সভায় আসা ব্যক্তিদের সাহায্য করতে পারি?
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার প্রেমপূর্ণ-দয়ার জন্য ধন্যবাদ দিন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/১৩ পৃষ্ঠা ২-৩

তাদেরকে স্বাগত জানান!

১. কোন উপলক্ষ্য আমাদেরকে সাক্ষ্যদান করার জন্য সবচেয়ে ভালো সুযোগ প্রদান করে এবং কেন?

১ বার্ষিক স্মরণার্থ সভা উদ্‌যাপনের সময় ছাড়া আর কোনো উপলক্ষ্যই সাক্ষ্যদান করার জন্য আমাদের এতটা ভালো সুযোগ প্রদান করে না। এই বিষয়টা বিবেচনা করুন: এই বছর এক কোটিরও বেশি লোক স্মরণার্থ সভায় যোগদান করে মুক্তির মূল্যের মাধ্যমে প্রেমের যে-দুটো অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে, সেই বিষয়ে শুনবে বলে আশা করা হচ্ছে। (যোহন ৩:১৬; ১৫:১৩) যিহোবার জোগানো দানের কারণে যে-আশীর্বাদগুলো পাওয়া যায়, সেই সম্বন্ধে তারা শিখবে। (যিশা. ৬৫:২১-২৩) কিন্তু, শুধুমাত্র বক্তাই যে-এই উপলক্ষ্যে সাক্ষ্য দেবেন, তা নয়। নতুন ব্যক্তিদের গ্রহণ করার বা সাদরে অভ্যর্থনা জানানোর দ্বারা উপস্থিত সকলেরই এক জোরালো সাক্ষ্যদান করার সুযোগ থাকবে।—রোমীয় ১৫:৭.

২. কীভাবে আমরা নতুন ব্যক্তিদেরকে সাদর অভ্যর্থনা জানাতে পারি?

২ শুধুমাত্র নিজের জায়গায় চুপচাপ বসে অনুষ্ঠান শুরুর অপেক্ষা করার বদলে, আপনার আশেপাশে থাকা লোকদের সঙ্গে নিজে থেকে কথা বলুন না কেন? নতুন ব্যক্তিরা হয়তো একটু ঘাবড়ে যেতে ও কী হতে যাচ্ছে সেই বিষয়ে অনিশ্চিত থাকতে পারে। আমাদের হাসি ও বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনা তাদেরকে স্বচ্ছন্দবোধ করার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। কোনো ব্যক্তি একটা আমন্ত্রণপত্র পেয়ে সেখানে এসেছেন কি না তা জানার জন্য আপনি হয়তো তাকে জিজ্ঞেস করতে পারেন যে, আমাদের সভায় এটাই তার প্রথমবার আসা কি না অথবা তিনি মণ্ডলীর কাউকে চেনেন কি না। আপনি হয়তো তাকে আপনার পাশে বসতে বলতে পারেন এবং আপনার বাইবেল ও গানবই দেখতে দিতে পারেন। অনুষ্ঠান যদি কিংডম হলে হয়, তাহলে আপনি হয়তো তাকে সেটার ভিতরটা একটু ঘুরিয়ে দেখাতে পারেন। বক্তৃতার পর, তিনি যে-প্রশ্নগুলো করেন, সেগুলোর উত্তর দিন। আপনার মণ্ডলীকে যদি অন্য মণ্ডলীর জন্য তাড়াতাড়ি হল ছেড়ে দিতে হয়, তাহলে আপনি হয়তো বলতে পারেন: “এই অনুষ্ঠান আপনার কেমন লাগল, তা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার সঙ্গে কি আমি কোনোভাবে যোগাযোগ করতে পারি?” এরপর অন্য কোনো দিন তার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করুন। যোগদানকারী নিক্রিয় প্রকাশকদেরকে উৎসাহিত করার বিষয়টা প্রাচীনরা বিশেষ করে খেয়াল রাখবে।

৩. স্মরণার্থ সভায় আসা নতুন ব্যক্তিদের সাদর অভ্যর্থনা জানানোর জন্য নিজে থেকে এগিয়ে যাওয়া কেন গুরুত্বপূর্ণ?

৩ যিহোবার লোক হিসেবে আমরা আধ্যাত্মিক পরমদেশের যে-আনন্দ, শান্তি ও একতা উপভোগ করি, অনেক নতুন ব্যক্তিরা প্রথমবার সেটার স্বাদ পাবে। (গীত. ২৯:১১; যিশা. ১১:৬-৯; ৬৫:১৩, ১৪) স্মরণার্থ সভায় যোগদান করার পর, নতুন ব্যক্তিরা কোন বিষয়টা মনে রাখবে? এর অনেকটাই নির্ভর করবে তাদেরকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য আমরা নিজে থেকে কতটা এগিয়ে যাই সেটার ওপর।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার