দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্মটি যেভাবে ব্যবহার করা যায়
এই ফর্মটি তখনই পূরণ করা উচিত যখন আপনি এমন কোনো আগ্রহী ব্যক্তিকে খুঁজে পান যিনি আপনার এলাকায় বাস করেন না অথবা যিনি অন্য ভাষায় কথা বলেন। একমাত্র তখনই আমরা এটিকে সাধারণত ব্যবহার করব যখন ব্যক্তিটি আগ্রহ দেখান। একমাত্র ব্যতিক্রম হল, যদি ব্যক্তিটি বধির হন এবং কাছাকাছি কোনো মণ্ডলীতে সাংকেতিক ভাষার একটা দল থেকে থাকে। এই ধরনের ক্ষেত্রগুলোতে, তিনি আগ্রহ দেখান বা না-ই দেখান, আমাদের S-43 ফর্মটি পূরণ করা উচিত।
ফর্মটি পূরণ করার পর আমাদের কী করা উচিত? আমাদের এটি মণ্ডলীর সচিবকে দেওয়া উচিত। তিনি যদি জানেন যে, কোন মণ্ডলীতে এটি পাঠাতে হবে, তাহলে তিনি হয়তো সরাসরি সেই মণ্ডলীর প্রাচীনদের কাছে সেটি পাঠিয়ে দিতে পারেন যাতে তারা সেই আগ্রহী ব্যক্তিকে সাহায্য করার ব্যবস্থা করতে পারে। কোন মণ্ডলীতে পাঠাতে হবে সেটা যদি তিনি বুঝতে না পারেন, তাহলে তিনি ফর্মটি শাখা অফিসে পাঠিয়ে দেবেন।
আগ্রহী ব্যক্তিটি যদি অন্য ভাষায় কথা বলেন এবং আপনার এলাকায় বাস করেন, তাহলে যদি সম্ভব হয়, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের অথবা কাছাকাছি কোনো মণ্ডলী থেকে তার ভাষায় কথা বলেন এমন কোনো প্রকাশককে, তার সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করেন, ততক্ষণ তার আগ্রহকে বৃদ্ধি করার জন্য আপনি হয়তো তার সঙ্গে সাক্ষাৎ করে যেতে পারেন।—২০০৯ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠা দেখুন।