আমাদের পত্রিকাগুলো—অনেক লোককে আকৃষ্ট করার জন্য প্রস্তুত করা হয়েছে
১. কীভাবে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণী প্রেরিত পৌলকে অনুকরণ করে?
১ প্রেরিত পৌল যেমন ‘সর্ব্বজনকে’ লাভ করার জন্য তার সুসমাচার উপস্থাপন করার পদ্ধতিকে খাপ খাইয়ে নিয়েছিলেন, তেমনি বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণী বিভিন্ন পটভূমির ও বিশ্বাসের লোকেদের কাছে পৌঁছানোর জন্য আমাদের পত্রিকাগুলোকে ব্যবহার করে থাকে। (১ করি. ৯:২২, ২৩) আমরা যাতে প্রহরীদুর্গ পত্রিকাটির সদ্ব্যবহার করতে পারি, তার জন্য আমাদের মনে রাখা দরকার যে, কাদের উদ্দেশ্যে এই পত্রিকাটি লেখা হয়েছে।
২. প্রহরীদুর্গ পত্রিকার প্রতিটি সংস্করণ কাদের উদ্দেশে লেখা হয়ে থাকে?
২ প্রহরীদুর্গ: যাদের উদ্দেশ্যে প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের এই সংস্করণটি লেখা হয়েছে, তাদের ঈশ্বরের প্রতি ও শাস্ত্রের প্রতি কিছুটা সম্মান রয়েছে। বাইবেল সম্বন্ধে তাদের কিছুটা জ্ঞান রয়েছে কিন্তু তারা এর শিক্ষাগুলোকে সঠিকভাবে বোঝে না। তারা পৌলের সেই শ্রোতাদের মতোই, যাদেরকে তিনি ‘ঈশ্বরভীত’ বলে উল্লেখ করেছিলেন। (প্রেরিত ১৩:১৪-১৬) প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণটি মূলত যিহোবার সাক্ষিদের উদ্দেশে লেখা হয়েছে। পৌল ধরে নিয়েছিলেন যে, যারা তার লেখা চিঠিগুলো পড়েছিল তারা শাস্ত্রের সঙ্গে পরিচিত ছিল ও তাদের সত্য সম্বন্ধে সঠিক জ্ঞান ছিল। (১ করি. ১:১, ২) একইভাবে, অধ্যয়ন সংস্করণে যে-প্রবন্ধগুলো লেখা হয়, সেগুলো যারা আমাদের সভাগুলোতে যোগদান করে এবং সাক্ষিদের দ্বারা ব্যবহৃত অভিব্যক্তিগুলো ও সেগুলোর অর্থের সঙ্গে পরিচিত, তাদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে।
৩. কেন আমাদের ক্ষেত্রের পরিচর্যায় আমরা যে-পত্রিকা ব্যবহার করি, সেটির প্রতিটি সংখ্যার সঙ্গে পরিচিত হওয়া উচিত?
৩ প্রতিটি সংখ্যার সঙ্গে পরিচিত হওয়াকে আপনার লক্ষ্য করে তুলুন। তাহলেই আপনি যে-লোকেদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাদের কাছে যে-প্রবন্ধটি আকৃষ্টকর, সেটি ভালোভাবে তুলে ধরতে পারবেন।