‘ঈশ্বরের নাম পবিত্র বলিয়া মান্য হউক’
১. দু-হাজার বারো সালের পরিচর্যা বছরের সীমা সম্মেলন কার্যক্রমের মূলভাব কী এবং এটি কীসের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে?
১ নিখিলবিশ্বের সার্বভৌম, যিহোবার নাম বহন করা আমাদের জন্য কী এক বিশেষ সুযোগ! যিহোবা নিজেই আমাদেরকে তাঁর নাম বহন করতে দিয়েছেন আর বিশেষ করে ১৯৩১ সাল থেকে যিহোবার সাক্ষি হিসেবে আমরা যিহোবার স্বতন্ত্র নামের দ্বারা শনাক্তিকৃত হয়েছি। (যিশা. ৪৩:১০) ঈশ্বরের একজাত পুত্র যিশু ঈশ্বরের নামকে খুবই মূল্যবান বলে গণ্য করেছিলেন, তাঁর আদর্শ প্রার্থনায় এটাকে প্রথম স্থান দিয়েছিলেন। (মথি ৬:৯) যিশুর কথাগুলো ২০১২ সালের পরিচর্যা বছরের আমাদের সীমা সম্মেলন কার্যক্রমের মূলভাবের ভিত্তি প্রদান করে। এটি হল “ঈশ্বরের নাম পবিত্র বলিয়া মান্য হউক।”
২. কোন বিষয়গুলোর জন্য আমাদেরকে অধীর অপেক্ষায় থাকতে হবে?
২ আমরা যা যা শুনব: প্রথম দিন “পূর্ণসময়ের দাস হিসেবে ঈশ্বরের নাম জানান” শিরোনামের বক্তৃতাটি আলোচনা করবে যে, কেন পূর্ণসময়ের পরিচর্যা হল পরিতৃপ্তিদায়ক জীবনের এক পথ। এ ছাড়া, আমরা “যিহোবার নামের ওপর নিন্দা নিয়ে আসার বিষয়ে সাবধান হোন” শিরোনামের সিম্পোসিয়ামটিও শুনব, যেটি আমাদেরকে সম্ভাব্য চারটে ফাঁদে পড়া এড়াতে সাহায্য করবে। যখন লোকেরা কম আগ্রহ দেখায় বলে মনে হয়, তখন কী আমাদেরকে উদ্যোগের সঙ্গে প্রচার করতে সাহায্য করবে? এবং কী আমাদেরকে অর্থপূর্ণ পরিচর্যা সম্পন্ন করতে সাহায্য করবে? এই প্রশ্নগুলোর উত্তর “যে-কারণে ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করতে হবে” শিরোনামের বক্তৃতাটিতে দেওয়া হবে। কীভাবে আমরা আমাদের চিন্তাভাবনা, কথাবার্তা, সিদ্ধান্ত ও আচারব্যবহারের দ্বারা ঈশ্বরের নামকে পবিত্রীকৃত করতে পারি, সেই সম্বন্ধে দ্বিতীয় দিন আমরা চার অংশের একটি সিম্পোসিয়াম উপভোগ করব। বিশেষ করে নতুন ব্যক্তিরা জনসাধারণের উদ্দেশে বক্তৃতাটিকে উপলব্ধি করবে, যেটির শিরোনাম হল “যিহোবা আরমাগিদোনে তাঁর মহান নামকে পবিত্রীকৃত করবেন।”
৩. আমাদের কোন বিশেষ সুযোগ রয়েছে আর কীভাবে কার্যক্রম আমাদেরকে সাহায্য করবে?
৩ তাঁর নামকে পবিত্রীকৃত করার জন্য যিহোবা শীঘ্র পদক্ষেপ নেবেন। (যিহি. ৩৬:২৩) এই সময়ের মধ্যে আমাদের, যিহোবার পবিত্র নাম যা-কিছুকে প্রতিনিধিত্ব করে, সেই সমস্তকিছুকে সমর্থন করার মহান সুযোগ রয়েছে। আমাদের এই আস্থা রয়েছে যে, সীমা সম্মেলনের কার্যক্রম আমাদের প্রত্যেককেই ঈশ্বরের নাম বহনকারী হিসেবে আমাদের গুরু দায়িত্ব পালন করতে সাহায্য করবে।