‘ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হউক’
১. দু-হাজার বারো সালের পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিন কার্যক্রমের মূলভাব কী আর কেন আমাদের এই বিষয়টা বিবেচনা করা উপযুক্ত?
১ যিহোবার ইচ্ছাহেতু আমরা সৃষ্ট হয়েছি। (প্রকা. ৪:১১) তাই, ঈশ্বরের ইচ্ছার বিষয়ে না শিখলে ও তা পালন না করলে, আমাদের অস্তিত্ব সম্বন্ধীয় উদ্দেশ্যকে পরিপূর্ণ করা অসম্ভব হবে। এটাকে হয়তো যতটা সহজ বলে মনে হয়, ততটা সহজ নয়, কারণ আমাদেরকে “মাংসের ও মনের বিবিধ ইচ্ছা” পূর্ণ করার অথবা “পরজাতীয়দের বাসনা” সাধন করার অভ্যন্তরীণ এক প্রবণতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। (ইফি. ২:৩; ১ পিতর ৪:৩; ২ পিতর ২:১০) ঈশ্বরের সাহায্য ছাড়া, আমরা এমনকী ‘[দিয়াবলের] ইচ্ছা সাধনের নিমিত্ত [তার] হইতে জীবনার্থে ধৃত হইয়া বাঁচিবার’ ঝুঁকির মুখে থাকব। (২ তীম. ২:২৬) ২০১২ সালের পরিচর্যা বছরের আমাদের বিশেষ সম্মেলন দিনের কার্যক্রম, আমাদের প্রত্যেককেই যিশুর আদর্শ প্রার্থনার তৃতীয় মুখ্য অনুরোধের সঙ্গে মিল রেখে কাজ করতে সাহায্য করবে। (মথি ৬:৯, ১০) এটির মূলভাব হল “ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হউক।”
২. কার্যক্রম চলাকালীন কোন প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে?
২ যে-প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে: কার্যক্রমটি শোনার সময় এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করুন: ঈশ্বরের বাক্য শোনার মতোই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কী? কীভাবে আমরা আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কী তা বুঝতে পারি? কেন আমাদের সব ধরনের লোকেদেরকে সাহায্য করার জন্য ইচ্ছুক হতে হবে? কীভাবে আমরা এক সমৃদ্ধ, পরিতৃপ্তিদায়ক জীবন খুঁজে পেতে পারি? অল্পবয়সিরা, যিহোবার কাছে তোমাদেরকে কী প্রমাণ করতে হবে? ঈশ্বরের ইচ্ছা পালন করার ফলে কোন পুরস্কারগুলো লাভ করা যায়? কেন আমাদের অন্যদেরকে গেঁথে তোলা ও উৎসাহিত করা জরুরি?
৩. কীভাবে আমরা এই আধ্যাত্মিক ব্যবস্থা থেকে পূর্ণরূপে উপকার লাভ করতে পারি?
৩ উপস্থিত থাকার ও কার্যক্রমের প্রতি ভালো করে মনোযোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত হোন। অতিথি বক্তা হিসেবে খুব সম্ভবত বেথেলের একজন প্রতিনিধি অথবা একজন ভ্রমণ অধ্যক্ষ উপস্থিত থাকবেন। কার্যক্রমের আগে ও পরে তার সঙ্গে এবং তিনি যদি বিবাহিত হন, তাহলে তার স্ত্রীর সঙ্গে নির্দ্বিধায় কথা বলুন। ঘরে ফিরে গিয়ে “ভুলিয়া যাইবার শ্রোতা” হয়ে পড়বেন না, বরং পরিবারগতভাবে কার্যক্রমের বিষয়বস্তু নিয়ে পুনরালোচনা করুন এবং আলোচনা করুন যে, আপনারা কীভাবে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে আরও পূর্ণরূপে কাজ করতে পারেন।—যাকোব ১:২৫.
৪. কেন আমাদের ঈশ্বরের ইচ্ছা পালন করাকে অগ্রাধিকারের বিষয় করা গুরুত্বপূর্ণ?
৪ যারা তাদের নিজ অভিলাষ অনুসারে চলছে ও যারা যিহোবার ইচ্ছার বশীভূত হওয়াকে প্রত্যাখ্যান করে, তারা খুব শীঘ্র ধ্বংস হবে। (১ যোহন ২:১৭) তাই আমরা কৃতজ্ঞ যে, ঈশ্বরের ইচ্ছা পালন করাকে অগ্রাধিকারের বিষয় করতে আমাদেরকে সাহায্য করার জন্য যিহোবা সময়োপযোগী এই তথ্য প্রস্তুত করেছেন!