“এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করুন, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে”
যে-মাসগুলোতে আমরা বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করি এবং প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার প্রস্তাব দিই সেই মাসগুলোতে, যেখানে গৃহকর্তার কাছে ইতিমধ্যেই এই বইটি রয়েছে এবং তিনি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে রাজি নন, সেখানে আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে ‘এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করতে, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে।’ কেন?
ব্রোশার এবং পুরোনো পত্রিকাগুলো সময়োপযোগী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সেই প্রকাশনাগুলোর কোনো একটার কিছু বিষয় হয়তো গৃহকর্তার হৃদয় স্পর্শ করতে পারে। তাই, আপনার প্রচারের ব্যাগ গুছানোর সময়, ব্যাগে বিভিন্ন বিষয়ের কিছু ব্রোশার এবং পুরোনো পত্রিকা নিন। আপনার কাছে যদি পুরোনো পত্রিকাগুলো না থাকে, তাহলে সম্ভবত আপনি পত্রিকা বিভাগ থেকে কিছু নিতে পারেন। এরপর, গৃহকর্তার কাছে যদি ইতিমধ্যেই বাইবেল শিক্ষা দেয় বইটি থেকে থাকে এবং তিনি যদি বাইবেল অধ্যয়ন করতে রাজি না হন, তাহলে আপনি তাকে আপনার কাছে থাকা কিছু পত্রিকা অথবা ব্রোশার দেখাতে পারেন এবং যেটি তার কাছে আগ্রহজনক, সেটি নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারেন। এরপর, তার আগ্রহকে বৃদ্ধি করার জন্য ফিরে যাওয়ার ব্যবস্থাদি করুন। সম্ভবত পরিশেষে একটা বাইবেল অধ্যয়ন লাভ করা যাবে।