“সর্ব্বজনের” কাছে প্রচার করুন
১. কীভাবে কার্যকারী সুসমাচার প্রচারকেরা দক্ষ কারিগরদের মতো?
১ একজন দক্ষ কারিগরের অনেক হাতিয়ার রয়েছে আর কখন ও কীভাবে প্রত্যেকটা হাতিয়ার ব্যবহার করতে হয়, তা তিনি জানেন। একইভাবে, সুসমাচার প্রচারক হিসেবে আমাদের কাজকে সম্পন্ন করতে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের বিভিন্ন হাতিয়ার রয়েছে। উদাহরণস্বরূপ, “সর্ব্বজনের” কাছে প্রচার করতে আমাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন বিষয়ের ওপর নানা ধরনের ব্রোশার ছাপানো হয়েছে। (১ করি. ৯:২২) আমাদের রাজ্যের পরিচর্যার এই সংখ্যার ইনসার্টটি এই ব্রোশারগুলোর কয়েকটার তালিকা প্রদান করে এবং ব্যাখ্যা করে যে, কাদের জন্য সেগুলো প্রস্তুত করা হয়েছে ও সেইসঙ্গে পরামর্শ দেয় যে, কীভাবে ব্রোশারগুলো অর্পণ করা যেতে পারে।
২. কখন আমরা হয়তো পরিচর্যায় ব্রোশারগুলো ব্যবহার করতে পারি?
২ যখন ব্রোশারগুলোকে ব্যবহার করা যায়: একজন কারিগর যখনই সেটা উপকারজনক, তখনই একটা হাতিয়ার ব্যবহার করবেন। একইভাবে, আমরা সাহিত্য অর্পণের মাসগুলোতে যখন তা অর্পণ করা হয় কেবল তখনই নয় কিন্তু যখনই আমরা মনে করি যে, কোনো একটি ব্রোশার কাউকে উপকৃত করবে, তখনই আমরা হয়তো সেটি অর্পণ করতে পারি। উদাহরণস্বরূপ, কোনো মাসের অর্পণ যদি বাইবেল শিক্ষা দেয় বই হয় ও আমরা ন-খ্রিস্টান এলাকায় প্রচার করছি যেখানে বাইবেলের প্রতি লোকেদের সামান্যই আগ্রহ রয়েছে, তাহলে সেখানে হয়তো উপযুক্ত একটি ব্রোশার অর্পণ করা আর এরপর ব্যক্তির আগ্রহ জাগিয়ে তোলার পর বাইবেল শিক্ষা দেয় বইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উপকারজনক হতে পারে।
৩. আমাদের সাক্ষ্যদানের হাতিয়ারগুলোকে ব্যবহার করার ব্যাপারে কেন আমাদের দক্ষ হওয়া উচিত?
৩ যারা তাদের কাজে তৎপর বা দক্ষ, শাস্ত্র তাদের প্রশংসা করে। (হিতো. ২২:২৯) নিশ্চিতভাবেই, আজকের দিনে “সুসমাচারের যাজকত্ব” করার চেয়ে কোনো কাজই বেশি গুরুত্বপূর্ণ নয়। (রোমীয় ১৫:১৬) ‘লজ্জা করিবার প্রয়োজন নাই, এমন কার্য্যকারী’ হওয়ার জন্য আমরা আমাদের হাতিয়ারগুলোকে ব্যবহার করার ব্যাপারে দক্ষ হতে আপ্রাণ চেষ্টা করব।—২ তীম. ২:১৫.