নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
ডিসেম্বর মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আপনি কি কখনো পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে ভেবে দেখেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটি শাস্ত্রপদ দেখাতে পারি যেটি ব্যাখ্যা দেয় যে, সৃষ্টিকর্তা কী করার উদ্দেশ্য করেছেন?” গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে গীতসংহিতা ৩৭:১১ পদ পড়ুন এবং ১৬ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি দেখান। প্রথম বিষয়টা আলোচনা করুন এবং প্রবন্ধটির বাকি অংশ আলোচনা করার জন্য ফিরে আসার প্রস্তাব দিন।
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“যিশু খ্রিস্ট, এই ব্যক্তিটি সম্বন্ধে লোকেদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। যিশু সম্বন্ধে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেকে বলে খ্রিস্ট মানবজাতির জন্য মৃত্যুবরণ করেছেন কিন্তু আপনি যদি আগ্রহী হন, তাহলে আমি আপনাকে একটি শাস্ত্রপদ দেখাতে চাই যেটি ব্যাখ্যা করে যে, খ্রিস্টের মৃত্যু মানবজাতির জন্য কী সম্পাদন করে। [আপনি যদি বুঝতে পারেন গৃহকর্তা আগ্রহী, তাহলে প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।] খ্রিস্ট প্রকৃতপক্ষে কে সেই সম্বন্ধে এই পত্রিকা স্পষ্ট তথ্য প্রদান করে।”