নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“অনেকেই আশা করে যে, শীঘ্র পরিস্থিতি আরও ভালোর দিকে পরিবর্তিত হবে। এমনটা ঘটবে বলে কি আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে বাইবেল থেকে একটি শাস্ত্রপদ পড়ে শোনাতে পারি যেটি এই প্রশ্নের উত্তর দেয়?” গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে গীতসংহিতা ৩৭:১০, ১১ পদ পড়ুন। এরপর গৃহকর্তাকে প্রহরীদুর্গ পত্রিকার জানুয়ারি থেকে মার্চ সংখ্যার একটি কপি দিন এবং ১৩ পৃষ্ঠায় শেষ উপশিরোনামের নীচে যে-বিষয়বস্তু রয়েছে, তা একসঙ্গে পড়ুন এবং আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং ফিরে যাওয়ার ও পরের প্রশ্নের উত্তরটি বিবেচনা করার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
২৪ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের শিরোনামটি দেখিয়ে বলুন: “কীভাবে আপনি এই প্রশ্নটার উত্তর দেবেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে বাইবেল থেকে একটি শাস্ত্রপদ পড়ে শোনাতে পারি যেটি এই প্রশ্নের উত্তর দেয়? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ১ যোহন ৫:১৯ পদ পড়ুন।] এই পদের কথা অনুসারে, ‘পাপাত্মা’ অর্থাৎ দিয়াবল জগৎকে শাসন করছে। কিন্তু সেটা কিছু প্রশ্ন উত্থাপন করে। দিয়াবল কোথা থেকে এসেছে? সে কি আসলেই এক বাস্তব ব্যক্তি? কতদিন ধরে ঈশ্বর তাকে শাসন করতে দেবেন? এই পত্রিকাটি দেখায় যে, এই বিষয়ে বাইবেল কী বলে।”