পরিচর্যায় রত থাকার সময় সতর্ক থাকুন
১. পরিচর্যায় রত থাকার সময় কেন আমাদের সতর্ক থাকতে হবে?
১ “কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ” তেমনই ঈশ্বরের দাসেরা “কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে” প্রচার করছে। (মথি ১০:১৬; ফিলি. ২:১৫) আভ্যন্তরীণ বিক্ষোভ, দাঙ্গাহাঙ্গামা ও নিষ্ঠুর অপহরণের উদ্বেগজনক রিপোর্টগুলোর বিষয়ে প্রায়ই শুনতে পাওয়া যায়, যেগুলো দুষ্ট লোকেদের “উত্তর উত্তর কুপথে” অগ্রসর হওয়ার প্রমাণ দেয়। (২ তীম. ৩:১৩) কোন শাস্ত্রীয় নীতিগুলো প্রয়োগ করা পরিচর্যায় রত থাকার সময় ‘আমাদেরকে সতর্ক হইতে’ সাহায্য করবে?—মথি ১০:১৬.
২. কোন পরিস্থিতিগুলোতে হয়তো এলাকা ত্যাগ করা এবং অন্য কোনো স্থানে গিয়ে প্রচার চালিয়ে যাওয়া উপযুক্ত হতে পারে?
২ সতর্কতার সঙ্গে কাজ করুন: হিতোপদেশ ২২:৩ পদ বিপদ থেকে ‘নিজেদেরকে লুকানোর’ বিজ্ঞতার ওপর জোর দেয়। সতর্ক থাকুন! সাধারণত নিরাপদ এমন প্রতিবেশী এলাকার অবস্থা অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে। আপনি হয়তো অতিরিক্ত পুলিশ অথবা রাস্তায় লোকজনকে জড়ো হতে দেখবেন। কখনো কখনো একজন সদয় গৃহকর্তা সাবধান করে দিতে পারেন। কৌতূহলবশত সেখানে না থেকে সঙ্গেসঙ্গে সেই স্থান ত্যাগ করে অন্য কোনো স্থানে পরিচর্যা চালিয়ে যাওয়া সতর্কতার কাজ।—হিতো. ১৭:১৪; যোহন ৮:৫৯; ১ থিষল. ৪:১১.
৩. কীভাবে উপদেশক ৪:৯ পদে দেওয়া নীতিটা আমাদের পরিচর্যার প্রতি প্রযোজ্য?
৩ একসঙ্গে কাজ করুন: উপদেশক ৪:৯ পদ বলে, “এক জন অপেক্ষা দুই জন ভাল।” আপনি হয়তো পরিচর্যায় নিরাপদে একা একা কাজ করায় অভ্যস্ত হয়ে গিয়েছেন, কিন্তু এখন তা করা কি নিরাপদ? কিছু কিছু এলাকায় তা করা নিরাপদ। কিন্তু অন্যান্য এলাকায় একজন বোন অথবা একজন অল্পবয়সির পক্ষে একা ঘরে ঘরে প্রচার করা, বিশেষ করে সূর্যাস্তের পর, এখন আর নিরাপদ নয়। অভিজ্ঞতাগুলো থেকে এটা প্রমাণিত হয়েছে যে, একজন মনোযোগী সহকারী খুবই সাহায্যকারী। (উপ. ৪:১০, ১২) আপনার দলের অন্য সদস্যদের প্রতি লক্ষ রাখুন। যদি চলে যেতে হয়, তাহলে অন্যদেরকে এটা জানানোর অভ্যাস করুন যে, আপনি এলাকা থেকে চলে যাচ্ছেন।
৪. কীভাবে আমরা মণ্ডলীর সকলের সুরক্ষার জন্য কাজ করতে পারি?
৪ ‘আমাদের প্রাণের নিমিত্ত প্রহরি-কার্য্য করিতেছেন’ এমন ব্যক্তি হিসেবে প্রাচীনদের স্থানীয় পরিস্থিতি অনুসারে ব্যবহারিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব রয়েছে। (ইব্রীয় ১৩:১৭) আমরা যখন খ্রিস্টীয় নম্রতা প্রদর্শন করব ও তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব, তখন আমরা নিশ্চিতভাবেই যিহোবার আশীর্বাদ লাভ করব। (মীখা ৬:৮; ১ করি. ১০:১২) ঈশ্বরের সমস্ত দাস যেন আমাদের এলাকাতে কার্যকারী সাক্ষ্যদান করায় অবদান রাখে, কিন্তু সর্বদা সতর্কতার সঙ্গে।