প্রশ্ন বাক্স
◼ বিপদজনক এলাকায় যখন আমরা কাজ করি, কী সাবধানতার প্রয়োজন?
১ বৃদ্ধিরতভাবে, বিশেষত শহরের এলাকাগুলিতে আমরা হিংস্রতা, লুণ্ঠন ও সামাজিক বিক্ষোভের সংবাদগুলি শুনে থাকি। যদিও আমরা চিন্তিত হই, আমরা জানি যে এমনকি বিক্ষুদ্ধ এলাকাগুলিতে কিছু আগ্রহী লোকেরা আছেন, যারা রাজ্যের বার্তার প্রতি সাড়া দেবেন। তাই যখন উপযুক্ত, যিহোবার সতর্ক যত্নে নিশ্চিত হয়ে সাহস বাড়িয়ে তুলে আমাদের প্রচার কাজ চালিয়ে যেতে হবে।—হিতো. ২৯:২৫; ১ থিষল. ২:২.
২ যখন আমরা সম্ভাব্য বিপদজনক এলাকার মধ্যে যাই, যিহোবা চান আমরা যেন সতর্ক থাকি ও সঠিক সিদ্ধান্ত নিই। সচেতন হোন। “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।” (হিতো. ২২:৩) অভিজ্ঞ প্রকাশকেরা দুজন-দুজন করে অথবা এমনকি যদি প্রয়োজন হয়, বিভিন্ন প্রকাশকদের দলের মধ্যে একত্রে কাজ করার প্রজ্ঞাকে উপলব্ধি করেন। উপদেশক ৪:৯, ১২ পদ বর্ণনা করে: “এক জন অপেক্ষা দুই জন ভাল, . . . যে একাকী, তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে, তথাপি দুই জন তাহার প্রতিরোধ করিবে।” প্রায়ই যারা একাকী, অপরাধীরা তাদের লক্ষ্য করে কারণ তাদের আক্রমণ করা সহজ।
৩ অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর অন্ধকার হলওয়ে ও জনশূন্য সিঁড়িতে যাওয়া সম্বন্ধে বেশি করে সতর্ক হোন। ঘরের মধ্যে অথবা অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ গ্রহণ করা সম্বন্ধে সতর্ক থাকুন। যারা হয়ত ভয় দেখাতে অথবা চ্যালেঞ্জ করতে পারে তাদের সাথে তর্ক করবেন না। নিজেকে একজন যিহোবার সাক্ষী হিসাবে শনাক্ত করতে তৎপর থাকুন। শনাক্তিকরণের উদ্দেশ্যে কিছু প্রকাশকেরা সর্বদা একটি বাইবেল অথবা একটি প্রহরীদুর্গ অথবা একটি সচেতন থাক! পত্রিকা তাদের হাতে রাখেন।
৪ সেই এলাকায় যারা সন্দেহজনকভাবে ঘুরে বেড়ায় তাদের সম্বন্ধে সতর্ক থাকুন। যাদের বিল্ডিং এর বাসিন্দা বলে মনে হয় না, তাদের সাথে লিফ্টে চড়ার সময় সতর্ক থাকুন। দামি অলঙ্কার পরবেন না। যদি আপনি অন্ধকার হওয়ার পর রাস্তায় থাকেন যেখানে খুব কম ট্রাফিক আছে, সেই অন্ধকার রাস্তায় চলা এড়িয়ে চলুন। আপনি যদি লুণ্ঠনের শিকার হন, যদি তারা আপনার কাছ থেকে কেবল টাকাপয়সা অথবা জিনিসপত্র চায় বাধা দেবেন না; যে কোন বস্তুগত জিনিস আপনি যার অধিকারী অপেক্ষা আপনার জীবন মূল্যবান।—মার্ক ৮:৩৬.
৫ এলাকায় কোথায় প্রকাশকেরা আছেন ও তারা কী করছেন সেই বিষয়ে সর্বদা অবগত হয়ে ভাইদের, যারা নেতৃত্ব নিচ্ছেন সতর্ক হওয়া প্রয়োজন। সাধারণত একই এলাকায় দলকে কেন্দ্রীভূত করা সবচেয়ে ভালো, যাতে করে অন্যেরা সবসময় কাছাকাছি থাকে। যদি পার্শ্ববর্তী এলাকায় কোন রকমের হিংস্রতা অথবা উত্তেজনা দেখা দেয়, তৎক্ষণাৎ দলের, এলাকাটি পরিত্যাগ করা উচিত।
৬ যদি আমরা সজাগ ও সতর্ক থাকি, তাহলে আমরা ব্যাপক অপরাধপ্রবণ এলাকায় তাদের কাছে নিয়মিত পৌঁছাতে পারি যারা “তাহার মধ্যে কৃত সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয়ে . . . দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়।”—যিহি. ৯:৪.