ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/১২ পৃষ্ঠা ১
  • “মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাক”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাক”
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—রেগে যায় এমন গৃহকর্তাকে উত্তর দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নির্ভীক অথচ শান্তিপ্রবণ
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • গৃহকর্তাকে যুক্তি করতে সাহায্য করুন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যার সময় সুবর্ণ নিয়ম মেনে চলুন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/১২ পৃষ্ঠা ১

“মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাক”

১. আমাদের ওপর বিরক্ত হয় অপ্রত্যাশিতভাবে এমন গৃহকর্তাদের সম্মুখীন হলে বাইবেলের কোন পরামর্শ আমাদের কাজে লাগানো উচিত?

১ যিহোবার লোকেরা হচ্ছে শান্তিপ্রিয় আর আমাদের পরিচর্যা হচ্ছে শান্তির এক বার্তা। (যিশা. ৫২:৭) তবে, কখনো কখনো আমরা অপ্রত্যাশিতভাবে এমন লোকেদের সম্মুখীন হই, যারা তাদের ঘরে সাক্ষাৎ করতে গিয়েছি বলে আমাদের ওপর বিরক্ত হয়। কী আমাদেরকে এইরকম পরিস্থিতিতে শান্তিতে থাকতে বা শান্তিপ্রবণ হতে সাহায্য করবে?—রোমীয় ১২:১৮.

২. কেন অন্তর্দৃষ্টি ব্যবহার করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ?

২ অন্তর্দৃষ্টি ব্যবহার করুন: যদিও কেউ কেউ রেগে যায় কারণ তারা সত্যের বিরোধিতা করে, কিন্তু অন্যেরা হয়তো আমাদের বার্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন কারণগুলোর জন্যও বিরক্তি প্রকাশ করে। হতে পারে আমরা অনুপযুক্ত সময়ে সাক্ষাৎ করতে গিয়েছি। গৃহকর্তা হয়তো ব্যক্তিগত সমস্যাগুলোর কারণে বিরক্ত থাকতে পারেন। এমনকী তিনি যদি সুসমাচারের কারণেও রেগে যান, তবুও আমাদের মনে রাখা উচিত, তার এইরকম প্রতিক্রিয়ার সম্ভাব্য কারণ হচ্ছে তাকে ভ্রান্ত করা হয়েছে। (২ করি. ৪:৪) বুদ্ধি বা অন্তর্দৃষ্টি ব্যবহার করা আমাদের শান্ত থাকতে এবং তার প্রতিক্রিয়াকে ব্যক্তিগতভাবে না নিতে সাহায্য করবে।—হিতো. ১৯:১১.

৩. কীভাবে আমরা গৃহকর্তার প্রতি সম্মান দেখাতে পারি?

৩ সম্মান দেখান: এলাকার অনেকের মধ্যেই বিভিন্ন বদ্ধমূল বিশ্বাস রয়েছে। (২ করি. ১০:৪) তারা শুনবে কি শুনবে না, সেটা বাছাই করার অধিকার তাদের রয়েছে। আমরা কখনোই গৃহকর্তার বিশ্বাসকে তুচ্ছ করতে অথবা আমরা শ্রেষ্ঠ এইরকম মনোভাব প্রকাশ করতে চাইব না। যদি আমাদেরকে চলে যেতে বলা হয়, তাহলে আমাদের সম্মান দেখিয়ে চলে আসা উচিত।

৪. সদয়ভাবে কথা বলার অর্থ কী?

৪ সদয়ভাবে কথা বলুন: এমনকী আমাদেরকে যদি আজেবাজে কথা বলা হয়, তবুও আমাদের মৃদুভাবে এবং অনুগ্রহ সহযুক্ত বা সদয়ভাবে উত্তর দেওয়া উচিত। (কল. ৪:৬; ১ পিতর ২:২৩) তর্কবিতর্কে জড়িত হওয়ার পরিবর্তে এমন কোনো বিষয় খুঁজে বের করার চেষ্টা করুন, যে-বিষয়ে আপনারা একমত। আমরা হয়তো গৃহকর্তার আপত্তির কারণগুলো জানার জন্য সদয়ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। কিন্তু, তিনি যাতে আরও শত্রুভাবাপন্ন হয়ে না ওঠেন, সেইজন্য কখনো কখনো কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা না করাই সবচেয়ে ভালো হবে।—হিতো. ৯:৭; ১৭:১৪.

৫. পরিচর্যায় শান্তিপ্রবণ হলে কোন উপকারগুলো লাভ করা যেতে পারে?

৫ আমরা যদি শান্তিপ্রবণ হই, তাহলে গৃহকর্তা হয়তো আমাদের প্রতিক্রিয়া সম্বন্ধে মনে রাখবেন এবং পরবর্তী সময়ে কেউ তার কাছে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করলে তা শুনবেন। (রোমীয় ১২:২০, ২১) যদিও মনে হতে পারে যে, তিনি দৃঢ়ভাবে বিরোধিতা করেই যাচ্ছেন, তার পরও একদিন হয়তো তিনি আমাদের ভাই হয়ে উঠতে পারেন। (গালা. ১:১৩, ১৪) আমরা যদি ইন্দ্রিয়দমন করি এবং শান্তিপ্রবণ হওয়ার মনোভাব দেখাই, তাহলে গৃহকর্তা সত্যের প্রতি কখনো আগ্রহী হোন বা না হোন, আমরা যিহোবাকে গৌরবান্বিত করব এবং আমাদের শিক্ষাকে ভূষিত করব।—২ করি. ৬:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার