পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—রেগে যায় এমন গৃহকর্তাকে উত্তর দেওয়া
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: প্রচারে গিয়ে আমরা যে-লোকেদের সঙ্গে কথা বলি, তাদের মধ্যে অনেকেই বিনয়ী। কিন্তু, যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন, কেউ কেউ আমাদের ঘৃণা করবে। (যোহন ১৭:১৪) তাই, আমরা যদি এমন গৃহকর্তাদের পাই, যারা রেগে যায়, তাহলে আমাদের অবাক হওয়া উচিত নয়। এইরকম গৃহকর্তাদের পেলে আমরা এমনভাবে উত্তর দিতে চাই, যা যিহোবাকে খুশি করবে, যাঁকে আমরা প্রতিনিধিত্ব করি। (রোমীয় ১২:১৭-২১; ১ পিতর ৩:১৫) এইরকমটা করা পরিস্থিতিকে আরও খারাপের দিকে যাওয়া থেকে রোধ করবে। এ ছাড়া, এটা গৃহকর্তা এবং আমাদের লক্ষ করছে এমন যেকোনো ব্যক্তির কাছে সাক্ষ্য দেবে আর তারা হয়তো পরের বার যিহোবার সাক্ষিদের কথা শুনতে চাইবে।—২ করি. ৬:৩.
এই মাসে এটা করার চেষ্টা করুন:
পারিবারিক উপাসনার সময় মহড়া দিন।
রেগে গিয়েছেন এমন কোনো গৃহকর্তার বাড়ি থেকে ফিরে আসার পর, আপনার প্রচারের সঙ্গীর সঙ্গে আলোচনা করুন, কীভাবে হয়তো আরও ভালো করে উত্তর দেওয়া যেত।