পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—যারা আলোচনা থামিয়ে দিতে চায়, তাদের সঙ্গে কথা বলা
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: মনে করুন, আপনি জানতে পেরেছেন যে, একটা প্রাকৃতিক দুর্যোগ এগিয়ে আসছে। লোকেরা যদি নিরাপদ আশ্রয়ে পালিয়ে না যায়, তাহলে তারা মারা যাবে। আপনি আপনার প্রতিবেশীকে সতর্ক করতে তার বাড়িতে গেলেন, কিন্তু তিনি আপনাকে বাধা দিয়ে বললেন যে, তিনি ব্যস্ত আছেন। আপনি নিশ্চয়ই তাকে সাহায্য করার জন্য আপনার প্রচেষ্টা সঙ্গেসঙ্গে বন্ধ করে দেবেন না! আমাদের জীবন রক্ষাকারী বার্তার গুরুত্ব বুঝতে না পেরে, আমাদের এলাকার অনেকেই আমাদের প্রত্যাখ্যান করে। আমরা যখন সাক্ষাৎ করতে যাই, তখন তারা হয়তো নিজেদের কাজে পুরোপুরি মগ্ন থাকে। (মথি ২৪:৩৭-৩৯) কিংবা তারা হয়তো বিভিন্ন গুজব শুনে ভুল ধারণা গড়ে তুলতে পারে। (মথি ১১:১৮, ১৯) তারা হয়তো ধরে নিতে পারে যে, আমরা সেই ধর্মগুলো থেকে আলাদা নই, যেগুলো মন্দ ফল উৎপন্ন করে। (২ পিতর ২:১, ২) গৃহকর্তা যদি আগ্রহ না দেখান অথচ বিরোধী বলেও মনে না হয়, তাহলে সঙ্গেসঙ্গে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
আলোচনা থামিয়ে দিতে চায় এমন কারো সঙ্গে যখন আপনার দেখা হবে, তখন সেই ঘর থেকে বেরিয়ে আসার পর, আপনার সঙ্গে থাকা প্রকাশকের সঙ্গে আলোচনা করুন যে, আর কোন ভালো উপায়ে আপনি হয়তো উত্তর দিতে পারতেন।