প্রহরীদুর্গ পত্রিকার এক নতুন ধারাবাহিক প্রবন্ধ
আমরা প্রতি মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রহরীদুর্গ পত্রিকার “ঈশ্বরের বাক্য থেকে শিখুন” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধ ব্যবহার করে আসছি। জানুয়ারি মাস থেকে, এই ধারাবাহিক প্রবন্ধের জায়গায় “বাইবেলের প্রশ্নের উত্তর” শিরোনামের প্রবন্ধ প্রকাশ করা হবে আর এটি জনসাধারণের সংস্করণের শেষ পৃষ্ঠায় থাকবে। আমরা পরিচর্যায় “বাইবেলের প্রশ্নের উত্তর” প্রবন্ধটি ঠিক সেভাবেই ব্যবহার করতে পারি, যেমনটা আমরা “ঈশ্বরের বাক্য থেকে শিখুন” প্রবন্ধ ব্যবহার করেছিলাম। (রাজ্যের পরিচর্যা ৬/১১ পৃষ্ঠা ২) আগের মতোই, আমাদের রাজ্যের পরিচর্যা-য় নমুনা হিসেবে দেওয়া একটা উপস্থাপনা থাকবে, যেটা আমরা মাসের প্রথম শনিবারে ব্যবহার করতে পারি।