বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক নতুন ধারাবাহিক প্রবন্ধ
১. প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণে কোন নতুন ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করা হবে আর এটিকে কীভাবে প্রস্তুত করা হয়েছে?
১ বাইবেল অধ্যয়ন শুরু করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করার জন্য আগামী মাস থেকে শুরু করে প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণে এক নতুন ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করা হবে। এর শিরোনাম হচ্ছে “ঈশ্বরের বাক্য থেকে শিখুন।” যদিও এলাকার কেউ কেউ নিঃসন্দেহে ধারাবাহিক প্রবন্ধগুলোর প্রতিটি প্রবন্ধ পাঠ করা উপভোগ করবে, কিন্তু এই প্রবন্ধগুলো আসলে আলোচনার জন্য প্রস্তুত করা হয়েছে।
২. এই প্রবন্ধগুলোর কিছু বৈশিষ্ট্য কী?
২ বিভিন্ন বৈশিষ্ট্য: শিরোনাম ও উপশিরোনামগুলো প্রশ্নের মতো করে লেখা হয়েছে, যাতে আলোচনার সময় গৃহকর্তাকে তা জিজ্ঞেস করা যায়। মুখ্য শাস্ত্রপদগুলো উদ্ধৃত নয় বরং উল্লেখিত করা হয়েছে, যাতে গৃহকর্তা সরাসরি ঈশ্বরের বাক্য থেকে শেখা উপভোগ করতে পারেন। অনুচ্ছেদগুলো ছোটো ছোটো, যাতে সেগুলো একেবারে দরজায় দাঁড়িয়েই বিবেচনা করা যেতে পারে। প্রতিটি প্রবন্ধ বাইবেল শিক্ষা দেয় বইকে নির্দেশ করে, যাতে যখন উপযুক্ত, তখন আপনি অধ্যয়নটা এই প্রকাশনা দিয়ে শুরু করার ব্যাপারে সাহায্য লাভ করেন।
৩. ঘরে ঘরে কাজ করার সময়, আমরা কীভাবে দরজায় দাঁড়িয়েই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য হয়তো এই ধারাবাহিক প্রবন্ধগুলো ব্যবহার করতে পারি?
৩ যেভাবে এটিকে ব্যবহার করা যায়: প্রতিটা ত্রৈমাসিক সংখ্যায় নতুন তিনটে ধারাবাহিক প্রবন্ধ থাকবে। পত্রিকা অর্পণ করার সময় আপনি প্রবন্ধের সাধারণ বিষয়বস্তু নিয়ে আগ্রহ জাগিয়ে তোলার মতো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। উদাহরণস্বরূপ, এই ধারাবাহিক প্রবন্ধগুলোর প্রথম প্রবন্ধটি, যেটি জুলাই থেকে সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে, সেটি বাইবেলের মূল্য সম্বন্ধে আলোচনা করে। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন: “আপনি কি বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসেবে দেখে থাকেন, নাকি নিছক একটি ভালো বই হিসেবে দেখে থাকেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে আমার কাছে আগ্রহজনক কিছু রয়েছে।” প্রথম প্রশ্নটি উল্লেখ করুন, প্রথম অনুচ্ছেদটি পড়ুন এবং উল্লেখিত শাস্ত্রপদটি দেখুন। আবারও প্রশ্নটি পড়ুন এবং গৃহকর্তাকে মন্তব্য করতে বলুন। আলোচনার বিষয় হিসেবে এক এক করে প্রশ্নগুলো ব্যবহার করে যতটা সম্ভব, ততটা বিষয়বস্তু বিবেচনা করুন। চলে আসার আগে, পরবর্তী প্রশ্নটির প্রতি মনোযোগ আকর্ষণ করান এবং ফিরে যাওয়ার ও সেটি নিয়ে আলোচনা করার সুনির্দিষ্ট ব্যবস্থা করুন। সেই প্রবন্ধ থেকে আরও কিছু বিবেচনা করার জন্য প্রতি সপ্তাহে ফিরে যান। যখন তা শেষ হয়ে যায়, তখন যদি প্রয়োজন হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত না নিয়মিত বাইবেল অধ্যয়নের জন্য বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করা হচ্ছে, ততক্ষণ ধারাবাহিক প্রবন্ধের অন্য প্রবন্ধগুলো বিবেচনা করা যেতে পারে। আরেকটা যে-বিষয় করা যেতে পারে, তা হল একজন আগ্রহী গৃহকর্তার কাছে গিয়ে সরাসরি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া। এরপর, অধ্যয়নের নমুনা দেখানোর জন্য পত্রিকার প্রবন্ধটি ব্যবহার করুন।
৪. পুনর্সাক্ষাৎ করার সময় আমরা কীভাবে এই প্রবন্ধগুলো ব্যবহার করতে পারি?
৪ এ ছাড়া, আপনি আপনার পত্রিকা রুট এবং অন্যান্য পুনর্সাক্ষাতের জন্যও কার্যকারীভাবে এই নতুন ধারাবাহিক প্রবন্ধ ব্যবহার করতে পারেন। আপনি শুধু বলতে পারেন: “এটি হল প্রহরীদুর্গ পত্রিকার এক নতুন বৈশিষ্ট্য। কীভাবে এটি ব্যবহার করা যেতে পারে, আসুন আপনাকে তা দেখাই।” আমাদের প্রার্থনা এই যে, এই নতুন ধারাবাহিক প্রবন্ধ আরও বেশি জনকে “সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে” সাহায্য করবে।—১ তীম. ২:৪.