আপনি কি আমন্ত্রণ জানাতে পারেন?
অনেক মণ্ডলীতে এমন প্রকাশক রয়েছে, যারা দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা অথবা বার্ধক্যের কারণে প্রচারে বেশি অংশ নিতে পারে না। (২ করি. ৪:১৬) আপনি কি এইরকম পরিস্থিতিতে থাকা কোনো প্রকাশককে আপনার সঙ্গে বাইবেল অধ্যয়নে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন? সেই প্রকাশক যদি ঘরের বাইরে যেতে না পারেন, তাহলে আপনি হয়তো এমনকী তার ঘরেই অধ্যয়ন পরিচালনা করতে পারেন। আপনি কি মাঝে মাঝে সেই অসুস্থ প্রকাশককে ঘরে ঘরে পরিচর্যার সময় আপনার সঙ্গে কয়েকটা ঘরে অথবা একটা বা দুটো পুনর্সাক্ষাতে নিয়ে যেতে পারেন? বয়স্ক প্রকাশকদের অনেকে পরিচর্যায় অনেক অভিজ্ঞ। তাই, আপনার প্রচেষ্টার ফলে কেবল তারাই উৎসাহ লাভ করবে না। আপনিও উপকৃত হবেন। (রোমীয় ১:১২) এ ছাড়া, এভাবে প্রেম দেখানোর জন্য আপনার প্রচেষ্টাকে যিহোবা পুরস্কৃত করবেন।—হিতো. ১৯:১৭; ১ যোহন ৩:১৭, ১৮.