নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! এপ্রিল থেকে জুন
“একটা সাধারণ সমস্যা নিয়ে সংক্ষেপে কথা বলার জন্য আমরা সকলের সঙ্গে দেখা করছিলাম। আমাদের হয়তো মনে হয় যে, সমস্ত কাজ করার জন্য আমাদের হাতে কখনোই যথেষ্ট সময় থাকে না। আপনার কি মনে হয় যে, আমাদের হাতে অনেক কাজ থাকে বলে অথবা অনেকটা সময় নষ্ট করে ফেলি বলে, আমরা সময় বের করতে পারি না?” [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে কিছু ব্যবহারিক পরামর্শ দেখাতে পারি, যা আমাদের সময়কে ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে? [গৃহকর্তা আগ্রহী হলে ফিলিপীয় ১:১০ক (পাদটীকা) পদ পড়ুন।] এই পত্রিকায় চারটে কৌশলের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেগুলো অনেক লোককে বিজ্ঞতার সঙ্গে নিজেদের সময়কে ব্যবহার করতে সাহায্য করেছে।”