নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
অক্টোবর মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“প্রায় সমস্ত লোকই কোনো না কোনো সময়ে প্রার্থনা করে থাকে। এমনকী দেখা গিয়েছে, নাস্তিক ব্যক্তিরাও সমস্যায় পড়লে প্রার্থনা করে। আপনি কী মনে করেন, ঈশ্বর কি সমস্ত প্রার্থনা শোনেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ঈশ্বর যেন আমাদের কথা শোনেন সেইজন্য আমাদের কী করতে হবে, সেই বিষয়ে আপনি কি কিছু শাস্ত্রীয় তথ্য দেখতে চান?” যদি গৃহকর্তা আগ্রহী হন, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার শেষ পৃষ্ঠা দেখান এবং দ্বিতীয় প্রশ্নের নীচে দেওয়া বিষয়বস্তু এবং অন্ততপক্ষে একটা উল্লেখিত শাস্ত্রপদ একসঙ্গে আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং আরেকটা প্রশ্ন আলোচনা করার জন্য পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“আমরা লোকেদের ঘরে ঘরে যাচ্ছি কারণ আমাদের সমাজের অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তা করে যে, কেন ঈশ্বর এত দুঃখকষ্ট থাকতে দিয়েছেন। আপনি কি কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে সৃষ্টিকর্তার একটা আগ্রহজনক প্রতিজ্ঞা দেখাতে পারি, যেখানে বলা হয়েছে এমন এক সময় আসবে, যখন শোক ও ব্যথা থাকবে না? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে প্রকাশিত বাক্য ২১:৪ পদ পড়ুন।] কেন এত দুঃখকষ্ট, সেই বিষয়ে এই পত্রিকা পাঁচটা মূল কারণ সম্বন্ধে আলোচনা করে। এ ছাড়া, এটি দেখায় যে, ঈশ্বর যেভাবে দুঃখকষ্ট শেষ করবেন, সেই বিষয়ে শাস্ত্র কী বলে।”