নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
অক্টোবর মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, কেন ঈশ্বর মন্দতা ও দুঃখকষ্ট থাকতে দিয়েছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ের ওপর আমি আপনাকে আগ্রহজনক কিছু দেখাতে চাই।” গৃহকর্তা যদি আগ্রহী থাকেন, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৮ পৃষ্ঠায় প্রথম উপশিরোনামের অধীনে থাকা বিষয়বস্তুটি এবং উল্লেখিত শাস্ত্রপদগুলোর একটি একসঙ্গে পড়ুন। পত্রিকাটি অর্পণ করুন এবং পরের প্রশ্নের উত্তরটা আলোচনা করার জন্য ফিরে আসার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“অনেক লোক যিশু সম্বন্ধে নানারকম বিশ্বাস পোষণ করে থাকে। তাঁর সম্বন্ধে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যিশুর ভূমিকা সম্বন্ধে বাইবেল আমাদেরকে যা জানায় তা কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি একমত হন, তাহলে যোহন ১৭:৩ পদ পড়ুন।] এই পত্রিকা যিশু সম্বন্ধে সত্যটি ব্যাখ্যা দেয়—কোথা থেকে তিনি এসেছিলেন, কীভাবে তিনি জীবনযাপন করেছিলেন এবং কেন তিনি মারা গিয়েছিলেন।”