নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
অক্টোবর মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“বেশিরভাগ লোকই কোনো-না-কোনো সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে। আপনার কী মনে হয়, ঈশ্বর আমাদের প্রার্থনা সম্বন্ধে কেমন বোধ করেন? তিনি কি সেগুলোকে গুরুত্ব দেন, না কি শুধুমাত্র শুনেই যান?” উত্তর দেওয়ার সুযোগ দিন। “আমি কি আপনাকে এই বিষয়ে কিছু আগ্রহজনক তথ্য জানাতে পারি?” গৃহকর্তা যদি রাজি হন, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার পিছনের পৃষ্ঠার প্রবন্ধটা তাকে দেখান আর একসঙ্গে প্রথম প্রশ্নের নীচের অংশটা এবং অন্ততপক্ষে উল্লেখিত একটা শাস্ত্রপদ আলোচনা করুন। পত্রিকাটা অর্পণ করুন এবং পরের প্রশ্নটা আলোচনা করার জন্য পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“অনেকে এই বিষয়ে দুশ্চিন্তা করে থাকে যে, কেন ভালো লোকেদের প্রতি মন্দ বিষয়গুলো ঘটে। আপনার কী মনে হয়, জগতে যে-মন্দ বিষয়গুলো ঘটছে, সেগুলোর জন্য কাকে দায়ী করা যেতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ঈশ্বর এই মন্দ বিষয়গুলো ঘটার জন্য দায়ী কি না সেই সম্বন্ধে শাস্ত্র যা বলে, তা কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে যাকোব ১:১৩ পদ পড়ুন।] কেন মন্দ বিষয়গুলো ঘটে আর মন্দতা ও দুঃখকষ্ট দূর করার জন্য ঈশ্বর কী করবেন, তা এই পত্রিকায় ব্যাখ্যা করে হয়েছে।”