একজন পরামর্শদাতা এমন কথাবার্তা বলবেন, যা অন্যদের শক্তিশালী করে
১৬:৪, ৫
ইয়োব হতাশ হয়ে পড়েছিলেন ও নিদারুণ যন্ত্রণা ভোগ করছিলেন, তাই তার অন্যদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহের প্রয়োজন ছিল
ইয়োবের তিন জন বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার মতো একটা কথাও বলেননি। এর পরিবর্তে, তারা অভিযোগ করেছিলেন এবং তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছিলেন
বিল্দদের নির্দয় কথার কারণে ইয়োব দুঃখে কেঁদে উঠেছিলেন
১৯:২, ২৫
ইয়োব কেঁদে কেঁদে ঈশ্বরকে বলেছিলেন, এমনকী মৃত্যুর মাধ্যমে হলেও যেন তিনি তাকে মুক্তি দেন
ইয়োব পুনরুত্থানের আশার উপর মনোযোগ রেখেছিলেন এবং বিশ্বস্তভাবে ধৈর্য ধরতে পেরেছিলেন