ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৬ এপ্রিল পৃষ্ঠা ৩
  • সদয় কথাবার্তার মাধ্যমে অন্যদের উৎসাহিত এবং শক্তিশালী করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সদয় কথাবার্তার মাধ্যমে অন্যদের উৎসাহিত এবং শক্তিশালী করুন
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ইয়োব সহ্য করেছিলেন—আমরাও তা করতে পারি!
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইয়োবের আনুগত্য পুরস্কৃত হয়
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইয়োব যিহোবার নামকে উচ্চীকৃত করেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইয়োব বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
mwb১৬ এপ্রিল পৃষ্ঠা ৩

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ১৬-২০

সদয় কথাবার্তার মাধ্যমে অন্যদের উৎসাহিত এবং শক্তিশালী করুন

একজন পরামর্শদাতা এমন কথাবার্তা বলবেন, যা অন্যদের শক্তিশালী করে

১৬:৪, ৫

  • ইয়োব হতাশ হয়ে পড়েছিলেন ও নিদারুণ যন্ত্রণা ভোগ করছিলেন, তাই তার অন্যদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহের প্রয়োজন ছিল

  • ইয়োবের তিন জন বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার মতো একটা কথাও বলেননি। এর পরিবর্তে, তারা অভিযোগ করেছিলেন এবং তাকে আরও উদ্‌বিগ্ন করে তুলেছিলেন

বিল্‌দদের নির্দয় কথার কারণে ইয়োব দুঃখে কেঁদে উঠেছিলেন

১৯:২, ২৫

  • ইয়োব কেঁদে কেঁদে ঈশ্বরকে বলেছিলেন, এমনকী মৃত্যুর মাধ্যমে হলেও যেন তিনি তাকে মুক্তি দেন

  • ইয়োব পুনরুত্থানের আশার উপর মনোযোগ রেখেছিলেন এবং বিশ্বস্তভাবে ধৈর্য ধরতে পেরেছিলেন

ইলীফস ইয়োবের সগ কথা বলছন এবং বিল্‌দদ ও সোফর তাদের দিকে তাকিয়ে আছন

ইয়োবের অভিযোগকারীরা

ইলীফস

ইলীফস:

  • ইলীফস সম্ভবত ইদোম দেশের তৈমন নগর থেকে এসেছিলেন। তৈমন নগরকে যিরমিয় ৪৯:৭ পদে এমন এক জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে শিক্ষিত ইদোমীয়রা বসবাস করত

  • সমস্ত “সান্ত্বনাকারী” ব্যক্তির মধ্যে ইলীফস সম্ভবত সবচেয়ে বয়স্ক এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই তিনি প্রথমে কথা বলেছিলেন। তিনি তিনটে বক্তৃতা দিয়েছিলেন এবং অন্য দু-জনের চেয়ে দীর্ঘসময় ধরে কথা বলেছিলেন

মিথ্যা অভিযোগ:

  • তিনি ইয়োবের বিশ্বস্ততা নিয়ে উপহাস করেছিলেন এবং দাবি করেছিলেন, ঈশ্বর তাঁর দাসদের বিশ্বাস করেন না (ইয়োব ৪, ৫)

  • তিনি বলেছিলেন, ইয়োব একজন উদ্ধত ও মন্দ ব্যক্তি এবং দাবি করেছিলেন, ইয়োব ঈশ্বরকে ভয় করেন না (ইয়োব ১৫)

  • তিনি অভিযোগ করেছিলেন, ইয়োব একজন লোভী ও পক্ষপাতপূর্ণ ব্যক্তি এবং দাবি করেছিলেন, ঈশ্বরের কাছে মানুষের কোনো মূল্যই নেই (ইয়োব ২২)

বিল্‌দদ

বিল্‌দদ:

  • বিল্‌দদ ছিলেন শূহীয়ের একজন বংশধর। তিনি হয়তো ইউফ্রেটিস নদীর কাছাকাছি বসবাস করতেন

  • তিনি ছিলেন দ্বিতীয় বক্তা। তার তিনটে বক্তৃতা ইলীফসের বক্তৃতাগুলোর চেয়ে সংক্ষিপ্ত এবং আরও বেশি আঘাতদায়ক ছিল

মিথ্যা অভিযোগ:

  • তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইয়োবের ছেলেরা পাপ করেছিল আর তাদের উপর যে-বিপর্যয় এসেছিল, তারা সেটার প্রাপ্য ছিল ও সেইসঙ্গে এও বলেছিলেন, ইয়োব নিজেও একজন পামর অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করেন না (ইয়োব ৮)

  • তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইয়োব একজন অন্যায়কারী ব্যক্তি (ইয়োব ১৮)

  • তিনি দাবি করেছিলেন, মানুষের বিশ্বস্ততার কোনো মূল্য নেই (ইয়োব ২৫)

সোফর

সোফর:

  • তিনি ছিলেন একজন নামাথীয় এবং সম্ভবত উত্তর-পশ্চিম আরব থেকে এসেছিলেন

  • তিনি ছিলেন তৃতীয় বক্তা এবং সবচেয়ে আঘাতদায়ক অভিযোগকারী। সোফর কেবল দুটো বক্তৃতা দিয়েছিলেন

মিথ্যা অভিযোগ:

  • তিনি অভিযোগ করেছিলেন, ইয়োব দর্পের বা অর্থহীন কথা বলেন। তিনি ইয়োবকে তার মন্দ কাজগুলো দূর করতে বলেছিলেন (ইয়োব ১১)

  • তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইয়োব একজন মন্দ ব্যক্তি এবং তিনি পাপপূর্ণ কাজ করা উপভোগ করেন (ইয়োব ২০)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার