খ্রিস্টীয় জীবনযাপন
সুসমাচার প্রচার করে আনন্দ লাভ করুন
আপনার কি কখনো এমনটা মনে হয়েছে, প্রচার করা কঠিন? আমাদের মধ্যে অনেকে এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলবে। কেন? কারণ আমাদের হয়তো নিয়মিতভাবে এলাকার লোকেদের উদাসীনতা অথবা বিদ্বেষপরায়ণ মনোভাবের মুখোমুখি হতে হয় কিংবা আমরা হয়তো অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে ভয় পাই। এই বিষয়গুলো নিশ্চিতভাবেই আমাদের আনন্দকে ম্লান করে দিতে পারে। কিন্তু, আমরা পরম ধন্য বা সুখী ঈশ্বরের উপাসনা করি আর তিনি চান যেন আমরা আনন্দের সঙ্গে তাঁর সেবা করি। (গীত ১০০:২; ১তীম ১:১১) প্রচার কাজে আনন্দ লাভ করার তিনটে উত্তম কারণ কী?
প্রথম কারণ হল, আমরা এক আশার বার্তা ঘোষণা করি। যদিও বর্তমানে সমাজ থেকে আশা হারিয়ে যাচ্ছে, তবে আমরা লোকেদের হৃদয় “মঙ্গলের সুসমাচার” দ্বারা পূর্ণ করতে পারি। (যিশা ৫২:৭) ঈশ্বরের রাজ্যের সুসমাচার আমাদেরও আনন্দে পূর্ণ করতে পারে। প্রচার করতে যাওয়ার আগে, ঈশ্বরের রাজ্য পৃথিবীতে যে-চমৎকার আশীর্বাদগুলো নিয়ে আসবে, সেগুলো নিয়ে ধ্যান করুন।
দ্বিতীয় কারণ হল, আমরা যে-সুসমাচার প্রচার করি, তা লোকেদের শারীরিকভাবে ও আধ্যাত্মিকভাবে উপকার করে। তারা বিভিন্ন বদভ্যাস ত্যাগ করতে শেখে এবং অনন্তজীবনের প্রত্যাশা লাভ করে। (যিশা ৪৮:১৭, ১৮; রোমীয় ১:১৬) আমরা এমনটা কল্পনা করতে পারি, আমরা লোকেদের খুঁজে বের করে উদ্ধার করছি। যদিও কোনো কোনো লোক উদ্ধার লাভ করতে চায় না, তবে যারা চায় আমরা তাদের খুঁজে বের করে চলি।—মথি ১০:১১-১৪.
তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, আমাদের প্রচার কাজ যিহোবার সম্মান নিয়ে আসে। তিনি আমাদের সাক্ষ্যদানের কাজকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। (যিশা ৪৩:১০; ইব্রীয় ৬:১০) এ ছাড়া, এই কাজ সম্পন্ন করার জন্য তিনি আমাদের উদারভাবে তাঁর পবিত্র আত্মা দেন। তাই, যিহোবার কাছে আনন্দ—পবিত্র আত্মার ফলের একটা দিক—চেয়ে প্রার্থনা করুন। (গালা ৫:২২) তাঁর সাহায্যে আমরা নিজেদের উদ্বিগ্নতা কাটিয়ে উঠতে এবং সাহসের সঙ্গে প্রচার করতে পারি। (প্রেরিত ৪:৩১) তা হলে, আমাদের এলাকার লোকেদের প্রতিক্রিয়া যা-ই হোক না কেন, আমরা প্রচার কাজে আনন্দ লাভ করব।—যিহি ৩:৩.
প্রচার করার সময় আপনি কোন মনোভাব বজায় রাখতে চান? কীভাবে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন?
অধ্যয়ন ও ধ্যান করার মাধ্যমে পুনরায় আনন্দ লাভ করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন:
আমরা যদি প্রতি মাসে প্রচার কাজে অনেক ঘণ্টা ব্যয় করি, তারপরও কেন আমাদের অধ্যয়নের অভ্যাসকে অগ্রাধিকার দিতে হবে?
কীভাবে আমরা মরিয়মকে অনুকরণ করতে পারি?
ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করার জন্য আপনি কখন সময় করে নেন?
সুসমাচার প্রচার করার সময় কোন বিষয়টা আপনাকে আনন্দিত করে?