ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ২৭-২৮
তোমরা গিয়ে শিষ্য তৈরি করো—কেন, কোথায় ও কীভাবে?
কেন? যিশু যিহোবার কাছ থেকে প্রচুর কর্তৃত্ব লাভ করেছিলেন
কোথায়? যিশু তাঁর অনুসারীদের “সমুদয় জাতিকে” শিষ্য করতে আদেশ দিয়েছিলেন
যিশু যা আদেশ দিয়েছেন, তা অন্যদের পালন করতে শিক্ষা দেওয়া হল এক চলমান প্রক্রিয়া
কীভাবে আমরা অন্যদের যিশুর আজ্ঞাগুলো শিক্ষা দিই?
কীভাবে আমরা আমাদের ছাত্রদের যিশুর শিক্ষা তাদের জীবনে কাজে লাগাতে সাহায্য করি?
কীভাবে আমরা আমাদের ছাত্রদের যিশুর উদাহরণ অনুসরণ করতে সাহায্য করি?