ভাববাদিনী দবোরা একটা খেজুর গাছের নীচে বসে আছেন এবং বারককে ঈশ্বরের লোকদের সাহায্য করার জন্য উৎসাহিত করছেন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা তাঁর লোকদের উদ্ধার করার জন্য দু-জন নারীকে ব্যবহার করেন
এক ভয়ংকর শত্রু ইজরায়েলকে অত্যাচার করেছিল (বিচার ৪:৩; ৫:৬-৮; প্রহরীদুর্গ ১৭.৪ ২৯ অনু. ৬)
যিহোবা তাঁর লোকদের সাহায্য করার জন্য দবোরাকে নিযুক্ত করেছিলেন (বিচার ৪:৪-৭; ৫:৭; প্রহরীদুর্গ ১৪ ৮/১৫ ৮ অনু. ১২; প্রচ্ছদচিত্র দেখুন)
যিহোবা সীষরাকে হত্যা করার জন্য যায়েলকে ব্যবহার করেছিলেন (বিচার ৪:১৬, ১৭, ২১; প্রহরীদুর্গ ১২ ২/১৫ ১২ অনু. ৯)
এই বিবরণ নারীদের প্রতি যিহোবার মনোভাব সম্বন্ধে কী জানায়?