ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ঈশ্বরের দৃষ্টিতে মানুষের কীই-বা মূল্য রয়েছে?”
ইলীফস দাবি করেছিলেন যে, ঈশ্বরের দৃষ্টিতে মানুষের কোনো মূল্য নেই (ইয়োব ২২:১, ২; প্রহরীদুর্গ ০৫ ৯/১৫ ২৭ অনু. ১-৩)
ইলীফস এও দাবি করেছিলেন, আমরা ধার্মিক হলেও ঈশ্বরের কোনো যায়-আসে না (ইয়োব ২২:৩; প্রহরীদুর্গ ৯৫ ২/১৫ ২৭ অনু. ৬)
আমরা যদি যিহোবার প্রতি বিশ্বস্ত থাকি, তা হলে যিহোবা শয়তানকে উত্তর দিতে পারবেন, যে তাঁকে টিটকারি দেয় (হিতো ২৭:১১; প্রহরীদুর্গ ০৩ ৪/১৫ ১৪-১৫ অনু. ১০-১২)
ধ্যানের জন্য: আপনাকে সর্বশক্তিমান ঈশ্বর ব্যবহার করতে পারেন, এটা জেনে আপনার কেমন লাগে?