ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ইলীফসের মতো অন্যদের নিরুৎসাহিত করবেন না
ইলীফস ইয়োবকে বলেছিলেন, মানুষ কখনো ঈশ্বরকে খুশি করতে পারবে না (ইয়োব ১৫:১৪-১৬; প্রহরীদুর্গ ০৫ ৯/১৫ ২৬ অনু. ৪-৫)
ইলীফস তার কথার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছিলেন যে, ইয়োব একজন মন্দ ব্যক্তি আর তাই, তাকে কষ্ট ভোগ করতে হচ্ছে (ইয়োব ১৫:২০)
ইলীফসের কথার মাধ্যমে ইয়োব সান্ত্বনা পাননি (ইয়োব ১৬:১, ২)
ইলীফস ইয়োবকে যা-কিছু বলেছিলেন, সেগুলো সবই মিথ্যে ছিল। আমরা যিহোবার সেবা করার জন্য যে-পরিশ্রম করি, তিনি সেগুলোকে অনেক মূল্যবান হিসেবে দেখেন। (গীত ১৪৯:৪) ধার্মিক ব্যক্তিদের সামনেও বিপদ আসতে পারে।—গীত ৩৪:১৯.
ধ্যানের জন্য: কীভাবে আমরা “নিরুৎসাহিত ব্যক্তিদের সান্ত্বনা” দিতে পারি?—১থিষল ৫:১৪, পাদ.; প্রহরীদুর্গ ১৫ ২/১৫ ৯ অনু. ১৬.