ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ৩৮-৪২
অন্যদের জন্য প্রার্থনা করলে যিহোবা খুশি হন
যিহোবা ইয়োবকে ইলীফস, বিল্দদ এবং সোফরের জন্য প্রার্থনা করতে বলেন
ইলীফস, বিল্দদ এবং সোফরকে যিহোবা আজ্ঞা দেন, যেন তারা ইয়োবের কাছে গিয়ে যিহোবার উদ্দেশে হোমবলি উৎসর্গ করেন
যিহোবা ইয়োবকে তাদের হয়ে প্রার্থনা করতে বলেন
ইয়োব তাদের জন্য প্রার্থনা করার পর তাকে আশীর্বাদ করা হয়
ইয়োবের বিশ্বাস এবং ধৈর্যের জন্য যিহোবা তাকে প্রচুররূপে আশীর্বাদ করেন
যিহোবা ইয়োবের দুর্দশা দূর করেন এবং তার উত্তম স্বাস্থ্য ফিরিয়ে দেন
ইয়োব তার সমস্ত কষ্টভোগের জন্য বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের কাছ থেকে প্রকৃত সান্ত্বনা পান
ইয়োব যতটা সম্পদ হারিয়েছেন, যিহোবা তাকে সেটার দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দেন
ইয়োব ও তার স্ত্রী আরও দশ সন্তানের জন্ম দেন
ইয়োব আরও ১৪০ বছর বেঁচে থাকেন এবং তার বংশের চার প্রজন্ম পর্যন্ত দেখার সুযোগ পান