ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp22 নং ১ পৃষ্ঠা ৬-৭
  • ১ | পক্ষপাতিত্ব করবেন না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১ | পক্ষপাতিত্ব করবেন না
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের শিক্ষা:
  • এর অর্থ:
  • আপনি যা করতে পারেন:
  • তীত “তোমাদের পক্ষে . . . সহকারী”
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ৩ | ঘৃণাকে মন থেকে মুছে ফেলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • যিহোবা “পক্ষপাতিত্ব করেন না”
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
wp22 নং ১ পৃষ্ঠা ৬-৭
এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি এক হাসতে থাকা শ্বেতাঙ্গ ব্যক্তির ছবি ধরে রয়েছেন এবং এক শ্বেতাঙ্গ ব্যক্তি এক হাসতে থাকা কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি ধরে রয়েছেন। পিছনে কয়েক জন রেগে থাকা ব্যক্তির ছবি রয়েছে।

যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়

১ | পক্ষপাতিত্ব করবেন না

বাইবেলের শিক্ষা:

“ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫.

এর অর্থ:

যিহোবাa ঈশ্বর আমাদের জাতি, বর্ণ কিংবা সংস্কৃতি দেখেন না বরং তিনি আমাদের চিন্তাভাবনা এবং হৃদয়ে কী রয়েছে, সেটার উপর মনোযোগ দেন। আর বাইবেলও জানায়, “মানুষ শুধু বাইরের চেহারা দেখে, কিন্তু যিহোবা হৃদয় দেখেন।”—১ শমূয়েল ১৬:৭, NW.

আপনি যা করতে পারেন:

এটা ঠিক, অন্যের মনে কী আছে, তা আমরা জানতে পারি না। তবে, আমরা তাদের বোঝার চেষ্টা করতে পারি এবং ঈশ্বর যেভাবে তাদের দেখেন, ঠিক সেভাবেই ভেদাভেদের মনোভাব ছাড়া তাদের দেখার চেষ্টা করতে পারি। এজন্য লোকদের একটা দল হিসেবে নয় বরং ব্যক্তি হিসেবে দেখার চেষ্টা করুন। যদি আপনি বুঝতে পারেন যে, অন্য জাতির লোকদের প্রতি আপনার মনে খারাপ ভাবনা রয়েছে, তা হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সাহায্য চান, যাতে আপনি সেই অনুভূতিকে শিকড়-সহ উপড়ে ফেলতে পারেন। (গীতসংহিতা ১৩৯:২৩, ২৪) ভেদাভেদের মনোভাব কাটিয়ে ওঠার জন্য আপনি যদি যিহোবার কাছে হৃদয় থেকে বিনতি করেন, তা হলে তিনি অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন।—১ পিতর ৩:১২.

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—যাত্রাপুস্তক ৬:৩.

‘আমি কখনো কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে শান্তিতে এক জায়গায় বসিনি . . . কিন্তু এখন, আমি এমন এক পরিবারের অংশ, যা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে আর তারা সত্যি সত্যি একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে।’—টাইটাস

বাস্তব জীবনের অভিজ্ঞতা—টাইটাস

ঘৃণার চক্র থেকে বেরিয়ে এসেছেন

টাইটাস।

টাইটাস নামে এক ব্যক্তির বর্ণ সংক্রান্ত আইনগুলো অন্যায্য বলে মনে হয় আর তিনি খুবই রেগে যান। তাই, তিনি ইতিমধ্যেই রেগে থাকা একদল হিংস্র লোকের সঙ্গে যোগ দেন। পরে তিনি বুঝতে পারেন যে, আসলে ঘৃণার কারণেই তিনি এতটা উগ্র হয়ে গিয়েছিলেন। তিনি বলেন: “আমরা শুধুমাত্র গায়ে পড়ে ঝগড়া করার জন্য শহরের হোটেল ও বারগুলোতে যেতাম, যেখানে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের প্রবেশ করার অনুমতি ছিল না। কারো সঙ্গে কথা কাটাকাটি হলে সে ছেলে না কি মেয়ে, আমি দেখতাম না, প্রথমেই মারধর আরম্ভ করে দিতাম।”

তবে, যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার পর টাইটাস নিজেকে পরিবর্তন করেন। বাইবেলের কথাগুলো তার উপর জোরালো প্রভাব ফেলে। বিশেষভাবে, সেখানে উল্লেখিত এক প্রতিজ্ঞা তার মন ছুঁয়ে যায়। তিনি জানতে পারেন যে, ভবিষ্যতে পৃথিবীতে “মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।”—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

প্রথম প্রথম, টাইটাসকে তার হৃদয় থেকে ঘৃণা মুছে ফেলার জন্য নিজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছিল। তিনি বলেন: “আমার চিন্তাভাবনা ও আচরণ পরিবর্তন করা আমার পক্ষে খুব কঠিন ছিল।” কিন্তু, প্রেরিত ১০:৩৪, ৩৫ পদের কথাগুলো থেকে তিনি সাহায্য পেয়েছিলেন, যেখানে বলা হয়েছে, ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না।

এরপর কী হয়? টাইটাস এভাবে বলেন: “আমি নিশ্চিত হয়েছি যে, যিহোবার সাক্ষিরা সত্য ধর্ম পালন করে। কারণ আমি দেখেছি, তারা ভিন্ন ভিন্ন জাতি বা বর্ণের হওয়া সত্ত্বেও তাদের মধ্যে প্রেম রয়েছে। এমনকী একজন যিহোবার সাক্ষি হিসেবে বাপ্তিস্ম নেওয়ার আগেই আমাকে মণ্ডলীর এক শ্বেতাঙ্গ ব্যক্তি তার বাড়িতে খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। আমার মনে হয়েছিল, আমি যেন স্বপ্ন দেখছি। কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির বাড়িতে গিয়ে খাবার খাওয়া তো দূরের কথা, আমি কখনো তাদের সঙ্গে শান্তিতে এক জায়গায়ও বসিনি। কিন্তু, এখন আমি এমন এক পরিবারের অংশ, যা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে আর তারা সত্যি সত্যি একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে।”

২০০৯ সালের ১ আগস্ট প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার ২৮-২৯ পৃষ্ঠায় টাইটাসের বিষয়ে আরও পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার