ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp22 নং ১ পৃষ্ঠা ১০-১১
  • ৩ | ঘৃণাকে মন থেকে মুছে ফেলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ৩ | ঘৃণাকে মন থেকে মুছে ফেলুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের শিক্ষা:
  • এর অর্থ:
  • আপনি যা করতে পারেন:
  • স্তিফান—“অনুগ্রহে ও শক্তিতে পূর্ণ”
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
  • স্তিফানকে পাথর ছোড়া হয়
    আমার বাইবেলের গল্পের বই
  • যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • ঘৃণার উপর জয়লাভ!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
wp22 নং ১ পৃষ্ঠা ১০-১১
এক ব্যক্তি কল্পনা করছেন যে, তিনি অন্য এক বর্ণের ব্যক্তির সঙ্গে হাত মেলাচ্ছেন। তবে, তাদের ছায়া থেকে দেখা যাচ্ছে, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে একে অন্যের সঙ্গে প্রতিবাদ ও ঝগড়া করছেন।

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

৩ | ঘৃণাকে মন থেকে মুছে ফেলুন

বাইবেলের শিক্ষা:

“তোমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করার মাধ্যমে রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে নিশ্চিত হতে পার, ঈশ্বরের ইচ্ছা কী: তাঁর ইচ্ছা উত্তম, প্রীতিজনক ও নিখুঁত।”—রোমীয় ১২:২.

এর অর্থ:

আমরা যা নিয়ে চিন্তা করি, তা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। (যিরমিয় ১৭:১০) ঘৃণার বশে এসে শুধুমাত্র কিছু বলা বা করা এড়িয়ে চলাই যথেষ্ট নয়, আমাদের আরও কিছু করতে হবে। ঘৃণার চক্র মন ও হৃদয় থেকে শুরু হয়। তাই, আমাদের মনে ঘৃণা জাগিয়ে তোলার মতো কোনো চিন্তা আসলে, তক্ষুণি তা নিয়ে ভাবা বন্ধ করতে হবে। শুধুমাত্র তারপরই, আমরা সত্যি সত্যি ‘রূপান্তরিত হতে’ পারব এবং ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসতে পারব।

আপনি যা করতে পারেন:

আপনি অন্যদের সম্বন্ধে কেমন অনুভব করেন, তা নিয়ে ভালোভাবে চিন্তা করে দেখুন, বিশেষ করে অন্য বর্ণ বা জাতির লোকদের সম্বন্ধে। নিজেকে জিজ্ঞেস করুন: ‘তাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কেমন? সেটা কি আমি তাদের সম্বন্ধে যা জানি, সেটার উপর ভিত্তি করে, না কি বৈষম্যের কারণে?’ তাহলে, এমন যেকোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, সিনেমা দেখা কিংবা বিনোদনে অংশ নেওয়া এড়িয়ে চলুন, যেগুলো ঘৃণা ও হিংসাকে প্রশ্রয় দেয়।

ঈশ্বরের বাক্য আমাদের মনে ও হৃদয়ে থাকা ঘৃণা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে

আমাদের চিন্তাভাবনা ও অনুভূতিকে নিরপেক্ষভাবে পরীক্ষা করে দেখা সবসময় সহজ হয় না। কিন্তু, ঈশ্বরের বাক্য আমাদের “হৃদয়ের চিন্তা ও প্রবণতা বুঝতে” আমাদের সাহায্য করতে পারে। (ইব্রীয় ৪:১২) তাই, বাইবেল পরীক্ষা করতে থাকুন। আপনার চিন্তাধারাকে বাইবেলের শিক্ষার সঙ্গে তুলনা করে দেখুন। আর তারপর, সেগুলোর সঙ্গে মিল রেখে নিজের চিন্তাধারা পরিবর্তন করার জন্য সর্বোত্তম চেষ্টা করুন। ঘৃণা আমাদের মনে ও হৃদয়ে “দূর্গের মতো দৃঢ়” হলেও ঈশ্বরের বাক্য আমাদের তা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।—২ করিন্থীয় ১০:৪, ৫.

বাস্তব জীবনের অভিজ্ঞতা—স্টিভেন

তার চিন্তাধারা পালটান

স্টিভেন।

স্টিভেন ও তার পরিবারের সদস্যদের শ্বেতাঙ্গ লোকদের কাছ থেকে ঘৃণা সহ্য করতে হয়েছিল। এর ফলে, তিনি এক রাজনৈতিক দলের মতোই চিন্তা করতে শুরু করেন, যেটা নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলোর জন্য লড়াই করত। সময়ের সঙ্গে সঙ্গে তিনি ঘৃণার কারণে বিভিন্ন অপরাধে অংশ নেন। স্টিভেন বলেন: “মাঝে মাঝে আমি বন্ধুদের সঙ্গে কিছু সিনেমা দেখতাম, যেগুলোতে আগেকার দিনে যুক্তরাষ্ট্রে আফ্রিকান দাসদের কষ্ট ভোগ করা দেখানো হত। সেগুলো দেখার পর রেগে গিয়ে সিনেমা হলে থাকা সমস্ত শ্বেতাঙ্গ যুবককে আমরা মারধর করতাম। তারপর, আমরা শ্বেতাঙ্গ লোকদের এলাকায় গিয়ে আরও বেশি লোককে মারধর করার জন্য খুঁজে বেড়াতাম।”

যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করার পর স্টিভেনের চিন্তাধারা পুরোপুরি পালটে যায়। তিনি বলেন: “আমি আগে প্রচণ্ড ঘৃণার মুখোমুখি হয়েছিলাম। তবে, যিহোবার সাক্ষিদের একে অন্যের সঙ্গে করা আচরণ দেখে আমি অবাক হয়ে যাই। যেমন, একবার একজন শ্বেতাঙ্গ সাক্ষিকে যখন দেশের বাইরে যেতে হয়েছিল, তখন তিনি তার ছেলে-মেয়েদের একটি কৃষ্ণাঙ্গ পরিবারের কাছে যত্ন নেওয়ার জন্য রেখে গিয়েছিলেন। এ ছাড়া, এক কৃষ্ণাঙ্গ যুবকের যখন থাকার জায়গার প্রয়োজন হয়েছিল, তখন এক শ্বেতাঙ্গ পরিবার তাকে তাদের বাড়িতে রেখেছিল।” স্টিভেন নিশ্চিত হন যে, যিহোবার সাক্ষিদের মধ্যেই সেই প্রেম রয়েছে, যা সত্য খ্রিস্টানদের মধ্যে থাকবে বলে যিশু ভবিষ্যদ্‌বাণী করেছিলেন।—যোহন ১৩:৩৫.

অন্যদের প্রতি ঘৃণা এবং হিংস্র আচরণ না করতে কোন বিষয়টা স্টিভেনকে সাহায্য করেছিল? রোমীয় ১২:২ পদে লেখা কথাগুলো। তিনি বলেন: “আমি ধীরে ধীরে বুঝতে পারি যে, আমাকে আমার চিন্তাধারা পালটাতে হবে। আমাকে অন্যদের প্রতি হিংস্র আচরণ করা বন্ধ করতে হত এবং শিখতে হত যে, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” স্টিভেন ঘৃণার অনুভূতি কাটিয়ে ওঠার পর থেকে ৪০ বছরেরও বেশি সময় ধরে এক আনন্দপূর্ণ জীবন কাটাচ্ছেন।

২০১৫ সালের ১ জুলাই প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার ১০-১১ পৃষ্ঠায় স্টিভেন সম্বন্ধে আরও পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার