কী নিয়ে অধ্যয়ন করতে পারেন?
যারা যিহোবাকে খুশি করতে চায়, তারা সঠিক সিদ্ধান্ত নেয়
আদিপুস্তক ২৫:২৯-৩৪ পদ পড়ুন আর খুঁজে বের করুন যে, এষৌ ও যাকোব সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কি না।
গভীরে গিয়ে দেখুন। এর আগে কী হয়েছিল? (আদি. ২৫:২০-২৮) এর পরে কী হয়েছিল?—আদি. ২৭:১-৪৬.
আপনি কী শিখতে পারেন, তা চিন্তা করুন। সেইসময়ে একটা পরিবারে যে-ছেলের প্রথমে জন্ম হত, তার কোন কোন অধিকার ও দায়িত্ব থাকত?—আদি. ১৮:১৮, ১৯; প্রহরীদুর্গ ১০ ৫/১ ১৩, ইংরেজি।
যার কাছেই এই অধিকার থাকত, তার বংশেই কি মশীহ আসত? (প্রহরীদুর্গ ১৭.১২ ১৪-১৫)
যা শিখেছেন, তা কাজে লাগান। কেন যাকোব জ্যেষ্ঠাধিকারকে বেশি গুরুত্ব দিয়েছিলেন আর কেন এষৌ তা দেননি? (ইব্রীয় ১২:১৬, ১৭; প্রহরীদুর্গ ০৩ ১০/১৫ ২৮-২৯) যিহোবা এই দু-জন ভাই সম্বন্ধে কী মনে করতেন আর কেন? (মালাখি ১:২, ৩) এষৌ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কী করতে পারতেন?
নিজেকে জিজ্ঞেস করুন: ‘সারা সপ্তাহে আমি যা যা করি, সেগুলো থেকে কি বোঝা যায় যে, আমি যিহোবার উপাসনার সঙ্গে জড়িত বিভিন্ন কাজকে গুরুত্ব দিই, যেমন পারিবারিক উপাসনা?’