অধ্যয়ন প্রবন্ধ ২১
গান ১০৬ প্রেম দেখাতে শেখা
কীভাবে আপনি একজন ভালো জীবনসঙ্গী খুঁজতে পারেন?
“গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাঁহার মূল্য অনেক অধিক।”—হিতো. ৩১:১০.
আমরা কী শিখব?
আমরা বাইবেলের কিছু নীতি নিয়ে আলোচনা করব, যেগুলো মনে রাখলে অবিবাহিত ভাই-বোনেরা একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। আমরা এটাও জানব যে, কীভাবে মণ্ডলীর ভাই-বোনেরা তাদের সাহায্য করতে পারে।
১-২. (ক) আপনি যদি বিয়ের উদ্দেশ্য নিয়ে কাউকে ভালোভাবে জানতে চান, তা হলে আপনাকে আগে থেকে কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে? (খ) “ডেটিং” করার মানে কী? (“এটার মানে কী?” দেখুন।)
আপনি কি বিয়ে করতে চান? অনেক খ্রিস্টান নিজেদের জন্য জীবনসঙ্গী খুঁজছে। তাদের মধ্যে কিছু যুবক-যুবতী রয়েছে এবং এমন ভাই-বোনেরাও রয়েছে, যাদের বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। এটা সত্যি যে, অনেকে বিয়ে না করে আনন্দে আছে, আবার এটাও সত্যি যে, অনেকে বিয়ে করে আনন্দে আছে। আপনি যদি বিয়ের উদ্দেশ্য নিয়ে কাউকে ভালোভাবে জানতে চান, তা হলে আপনাকে আগে থেকেই কিছু বিষয় নিয়ে চিন্তা করতে হবে। যেমন, আপনি কি বিয়ে করার জন্য প্রস্তুত? কীভাবে আপনি সংসার চালাবেন? যিহোবার সঙ্গে আপনার কেমন সম্পর্ক রয়েছে?a (১ করি. ৭:৩৬) আপনি যদি আগে থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, তা হলে বিয়ের পরও আপনি আনন্দে থাকতে পারবেন।
২ একজন ভালো জীবনসঙ্গী খোঁজা কোনো সহজ বিষয় নয়। (হিতো. ৩১:১০) আপনি হয়তো কোনো ভাই অথবা বোনকে পছন্দ করেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না, কীভাবে তার সঙ্গে ডেটিং শুরু করবেন।b এই প্রবন্ধে আমরা জানতে পারব, কেউ যদি বিয়ে করতে চায়, তা হলে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য তাকে কী করতে হবে। এ ছাড়া আমরা দেখব, কীভাবে ভাই-বোনেরা তাদের সাহায্য করতে পারে, যারা একজন জীবনসঙ্গী খুঁজছে।
একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য আমরা কী করতে পারি?
৩. একজন ভালো জীবনসঙ্গী খোঁজার সময়ে কোন বিষয়গুলো মনে রাখা গুরুত্বপূর্ণ?
৩ আপনি যদি বিয়ে করতে চান, তা হলে ডেটিং করার আগে চিন্তা করতে হবে, আপনার জীবনসঙ্গীর মধ্যে কোন বিষয়গুলো থাকুক বলে আপনি চান।c আপনি যদি আগে থেকে এই বিষয়ে চিন্তা না করেন, তা হলে আপনি এমন কারো সঙ্গে ডেটিং করতে শুরু করবেন, যে আপনার জন্য উপযুক্ত হবে না। অথবা আপনার হয়তো এমন কাউকে চোখেই পড়বে না, যে আপনার ভালো জীবনসঙ্গী হতে পারবে। এটা ঠিক যে, আপনি এমন কারো সঙ্গে ডেটিং করবেন, যার বাপ্তিস্ম হয়ে গিয়েছে। (১ করি. ৭:৩৯) তবে, একটা বিষয় মনে রাখবেন: একজন ব্যক্তি বাপ্তিস্ম নিয়েছে বলেই যে সে আপনার ভালো জীবনসঙ্গী হবে, এমন নয়। তাই নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি জীবনে কী করতে চাই? আমার কোন কোন লক্ষ্য রয়েছে? আমি যাকে বিয়ে করব, তার মধ্যে কোন কোন গুণ থাকা উচিত? আমি একটু বেশিই আশা করছি না তো?’
৪. কিছু ভাই-বোন কোন বিষয়গুলো নিয়ে যিহোবার কাছে প্রার্থনা করেছে?
৪ কোনো সন্দেহ নেই, একজন জীবনসঙ্গী খোঁজার জন্য আপনি যিহোবার কাছে প্রার্থনা করেছেন। (ফিলি. ৪:৬) এটা ঠিক যে, যিহোবা কাউকে জীবনসঙ্গী দেওয়ার প্রতিজ্ঞা করেননি। কিন্তু তিনি আপনার প্রয়োজন জানেন, আপনার অনুভূতিগুলো ভালোভাবে বোঝেন এবং একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পেতে আপনাকে সাহায্য করবেন। তাই, সবসময় যিহোবার কাছে আপনার মনের কথা খুলে বলুন। (গীত. ৬২:৮) তাঁর কাছে প্রজ্ঞা চান এবং তাঁকে বলুন, তিনি যেন আপনাকে ধৈর্য ধরতে সাহায্য করেন। (যাকোব ১:৫) আমেরিকায় থাকা জনd বলে, সে কোন বিষয়ে প্রার্থনা করে: “আমি যিহোবাকে বলি যে, আমার কেমন মেয়ে পছন্দ। আমি তাঁর কাছে সাহায্য চাই, যাতে আমার এমন একজন বোনের সঙ্গে দেখা হয়, যে আমার জন্য উপযুক্ত হবে। আমি তাঁকে এও বলি, তিনি যেন আমার মধ্যে ভালো গুণগুলো বাড়াতে সাহায্য করেন, যাতে পরে গিয়ে আমি একজন ভালো স্বামী হতে পারি।” শ্রীলঙ্কায় থাকা তানিয়া বলে, “আমি একজন জীবনসঙ্গী খুঁজছি, কিন্তু আমি যিহোবার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে বিশ্বস্ত থাকতে, সঠিক মনোভাব বজায় রাখতে এবং আনন্দে থাকতে সাহায্য করেন।” আপনি হয়তো এখনও পর্যন্ত আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনাকে সাহায্য করবেন এবং আপনার প্রয়োজনগুলো মেটাবেন, যেমনটা তিনি প্রতিজ্ঞা করেছেন।—গীত. ৫৫:২২.
৫. আপনি যদি এমন অবিবাহিত ভাই-বোনদের সঙ্গে মেলামেশা করতে চান, যারা যিহোবাকে ভালোবাসে, তা হলে আপনাকে কী করতে হবে? (১ করিন্থীয় ১৫:৫৮) (ছবিও দেখুন।)
৫ বাইবেলে বলা হয়েছে, আমরা যেন ‘প্রভুর সেবায় উপচে পড়ি।’ (পড়ুন, ১ করিন্থীয় ১৫:৫৮.) যখন আপনি আরও বেশি করে যিহোবার সেবা করবেন, তখন আপনি আলাদা আলাদা ভাই-বোনের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং অনেক উৎসাহিত হবেন। শুধু তা-ই নয়, আপনি এমন অবিবাহিত ভাই-বোনদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন, যারা মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করছে। এভাবে যিহোবার সেবায় ব্যস্ত থাকলে আপনি অনেক আনন্দিত হবেন।
আপনি যদি যিহোবার সেবায় ব্যস্ত থাকেন এবং আলাদা আলাদা ভাই-বোনের সঙ্গে সময় কাটান, তা হলে আপনার এমন ভাই-বোনদের সঙ্গে দেখা হবে, যারা বিয়ে করতে চায় (৫ অনুচ্ছেদ দেখুন)
৬. একজন জীবনসঙ্গী খোঁজার সময়ে আপনাকে কোন বিষয়টা মাথায় রাখতে হবে?
৬ মনে রাখবেন, আপনি যেন সবসময় এই বিষয়ে চিন্তা না করেন, যেভাবেই হোক আপনাকে একজন জীবনসঙ্গী পেতেই হবে। (ফিলি. ১:১০) প্রকৃত আনন্দ যিহোবার সঙ্গে এক দৃঢ় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পাওয়া যায়, বিয়ে করে নয়। (মথি ৫:৩) যতদিন না আপনার বিয়ে হচ্ছে, ততদিন আপনার কাছে যিহোবাকে মনপ্রাণ দিয়ে সেবা করার এক ভালো সুযোগ রয়েছে। (১ করি. ৭:৩২, ৩৩) এই সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগান। আমেরিকায় থাকা জেসিকার উদাহরণের উপর মনোযোগ দিন। যখন তার বিয়ে হয়েছিল, তখন তার বয়স প্রায় ৪০ বছর ছিল। তিনি বলেন, “আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি সবসময় সেই বিষয় নিয়েই চিন্তা করিনি। প্রচার কাজে ব্যস্ত থাকার ফলে আমি আমার আনন্দ বজায় রাখতে পেরেছিলাম।”
তার বিষয়ে ভালোভাবে জানার চেষ্টা করুন
৭. আপনার যদি কাউকে পছন্দ হয়, তা হলে সেটা তাকে সঙ্গেসঙ্গে বলার পরিবর্তে কেন তার বিষয়ে জানা ভালো হবে? (হিতোপদেশ ১৩:১৬)
৭ আপনার যদি মনে হয়, আপনি এমন কাউকে খুঁজে পেয়েছেন, যে আপনার ভালো জীবনসঙ্গী হতে পারবে, তা হলে আপনি কী করবেন? আপনি কি সঙ্গেসঙ্গে তাকে বলবেন যে, আপনি তাকে পছন্দ করেন? বাইবেলে বলা আছে, সতর্ক ব্যক্তি কোনো কাজ করার আগে সেই বিষয় জানার চেষ্টা করে অর্থাৎ ভালোভাবে খোঁজ নেয়। (পড়ুন, হিতোপদেশ ১৩:১৬.) তাই, তাকে সঙ্গেসঙ্গে বলার পরিবর্তে ভালো হবে যদি আপনি খোঁজ নেন, সে কেমন। নেদারল্যান্ডসে থাকা অ্যাসভিন বলেন, একজন ব্যক্তির বিষয়ে আমাদের চিন্তাধারা পালটে যেতে পারে। তিনি বলেন, “আপনার হয়তো কাউকে এক বার দেখেই ভালো লাগতে পারে। কিন্তু, কিছুসময় পর আপনার হয়তো তাকে ভালো না-ও লাগতে পারে। তাই,সময় নিয়ে তাকে ভালোভাবে জানার চেষ্টা করুন। এমনটা করার মাধ্যমে আপনি ডেটিং করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।” আপনি যদি সেই ব্যক্তির বিষয়ে ভালোভাবে জানার চেষ্টা করেন, যাকে আপনার পছন্দ, তা হলে আপনি হয়তো বুঝতে পারবেন যে, সে আপনার জন্য উপযুক্ত নয়।
৮. আপনার যদি কাউকে পছন্দ হয়, তা হলে কীভাবে আপনি তার সম্বন্ধে আরও জানতে পারেন? (ছবিও দেখুন।)
৮ আপনার যদি কাউকে পছন্দ হয়, তা হলে তার বিষয়ে আপনি কীভাবে আরও জানতে পারেন? সভায় অথবা অন্য কোনো সময়ে যখন ভাই-বোনেরা একসঙ্গে মিলিত হয়, তখন ভালোভাবে লক্ষ করুন যে, সে অন্যদের সঙ্গে কেমন আচরণ করছে এবং তার ব্যক্তিত্ব কেমন। তার কথাবার্তা এবং কাজগুলো কি দেখায়, যিহোবার সঙ্গে তার এক ভালো সম্পর্ক রয়েছে? তার বন্ধুরা কেমন এবং তারা কী নিয়ে কথা বলে? (লূক ৬:৪৫) তার কোন কোন লক্ষ্য রয়েছে এবং তার লক্ষ্যগুলো কি আপনার সঙ্গে মেলে? আপনি চাইলে তার মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে অথবা অভিজ্ঞ ভাই-বোনদের সঙ্গে কথা বলতে পারেন, যারা তাকে ভালোভাবে জানে। (হিতো. ২০:১৮) আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে, মণ্ডলীতে তার সুনাম রয়েছে কি না এবং তার মধ্যে কোন কোন গুণ রয়েছে। (রূৎ. ২:১১) কিন্তু মনে রাখবেন, আপনি যেন তার খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা না করেন এবং ২৪ ঘণ্টাই তার পিছনে পড়ে না থাকেন। মোট কথা হল, এমন কিছু করবেন না, যেটার কারণে তার খারাপ লাগবে।
কোনো ভাই কিংবা বোনকে আপনি যে পছন্দ করেন, সেটা তাকে বলার আগে তার বিষয়ে ভালোভাবে জানার চেষ্টা করুন (৭-৮ অনুচ্ছেদ দেখুন)
৯. আপনি যে তাকে পছন্দ করেন, সেই বিষয়ে তাকে বলার আগে আপনাকে কোন বিষয়ে নিশ্চিত হতে হবে?
৯ আপনি যদি কাউকে পছন্দ করেন এবং তার সঙ্গে ডেটিং করতে চান, তা হলে কত দিন পর আপনার তাকে এটা বলা উচিত? আপনি যদি খুব তাড়াহুড়ো করে তাকে বলেন, তা হলে সে হয়তো মনে করবে, আপনি খুবই অস্থির হয়ে পড়েছেন। (হিতো. ২৯:২০) উলটো দিকে সেই ব্যক্তি যদি বুঝে যায়, আপনি তাকে পছন্দ করেন আর এদিকে আপনি তাকে এটা বলতে অনেক দেরি করছেন, তা হলে তার মনে হতে পারে, আপনি বিষয়টাকে গুরুত্বই দিচ্ছেন না। (উপ. ১১:৪) আপনি যদি কাউকে বলতে চান, আপনি তাকে পছন্দ করেন, তা হলে এর মানে এই নয় যে, আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আপনি তাকেই বিয়ে করবেন। তবে আপনাকে নিশ্চিত হতে হবে: আপনি বিয়ে করতে চান, আপনি এটার জন্য প্রস্তুত এবং আপনি যাকে পছন্দ করেন, সে আপনার জন্য উপযুক্ত হবে।
১০. কেউ যদি আপনাকে পছন্দ করে কিন্তু আপনি তাকে পছন্দ না করেন, তা হলে আপনার কী করা উচিত?
১০ আপনার যদি মনে হয়, কেউ আপনাকে পছন্দ করতে শুরু করেছে, তা হলে আপনি কী করবেন? আপনি যদি তাকে পছন্দ না করেন, তা হলে আপনার আচার-আচরণের মাধ্যমে দেখান যে, তার প্রতি আপনার কোনো আগ্রহ নেই। আপনি যদি এমনটা না করেন, তা হলে সে ধরে নেবে, আপনিও তাকে পছন্দ করেন। আর এটা করা ঠিকও হবে না কারণ আমাদের কারো অনুভূতির সঙ্গে খেলা করা উচিত নয়।—১ করি. ১০:২৪; ইফি. ৪:২৫.
১১. আপনাকে যদি কারো জন্য সম্বন্ধ দেখতে বা জীবনসঙ্গী খুঁজতে বলা হয়, তখন আপনার কোন বিষয়গুলো মনে রাখা উচিত?
১১ কিছু দেশে বাবা-মায়েরা অথবা তাদের আত্মীয়স্বজন তাদের ছেলে-মেয়েদের জন্য সম্বন্ধ ঠিক করে। আবার অন্যান্য দেশে পরিবারের সদস্যেরা অথবা বন্ধুরা সম্বন্ধ দেখে। সেই ছেলে ও মেয়ে দেখা সাক্ষাৎ করে, একে অন্যকে জানার চেষ্টা করে আর তারা এটা দেখে যে, তারা একে অন্যের জন্য ঠিক হবে কি না। আপনাকে যদি কারো জন্য জীবনসঙ্গী খুঁজে দেখতে বলা হয়, তা হলে আপনি কী করবেন? সবচেয়ে প্রথমে এটা জানার চেষ্টা করুন যে, সেই ছেলে অথবা মেয়ের পছন্দ অপছন্দ কী এবং সে কেমন জীবনসঙ্গী চায়। যখন আপনি এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন, যে তার জন্য ভালো হবে, তখন জানার চেষ্টা করুন, তার ব্যক্তিত্ব কেমন, তার মধ্যে কোন কোন গুণ রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যিহোবার সঙ্গে তার সম্পর্ক কেমন। একজন ব্যক্তির কাছে কত টাকাপয়সা রয়েছে, সে কতটা শিক্ষিত অথবা সে কোন ধরনের পরিবারে বড়ো হয়ে উঠেছে, সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল, যিহোবার সঙ্গে তার সম্পর্ক কেমন। মনে রাখবেন, যদিও সেই সম্বন্ধটা আপনি খুঁজেছেন, তবে সেই ছেলে অথবা মেয়ে বিয়ে করবে কি না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।—গালা. ৬:৫.
কীভাবে ডেটিং শুরু করবেন?
১২. আপনি যদি কারো সঙ্গে ডেটিং করতে চান, তা হলে আপনি কীভাবে তাকে এই বিষয়ে বলতে পারেন?
১২ আপনার যদি কাউকে পছন্দ হয় এবং আপনি তার সঙ্গে ডেটিং করতে চান, তা হলে আপনি কী করতে পারেন?e আপনি তাকে ফোন করতে পারেন অথবা বাইরে কোথাও গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন। আর তাকে স্পষ্টভাবে বলতে পারেন যে, আপনি তাকে পছন্দ করেন এবং তার বিষয়ে আরও জানতে চান। (১ করি. ১৪:৯) এই বিষয়ে চিন্তা করার জন্য তার যদি সময়ের প্রয়োজন হয়, তা হলে তাকে সময় দিন। (হিতো. ১৫:২৮) আর সে যদি ডেটিং করতে না চায়, তা হলে তার প্রতি সম্মান দেখান এবং তার কথা মেনে নিন।
১৩. কেউ যদি বলে, সে আপনাকে পছন্দ করে এবং আপনার সঙ্গে ডেটিং করতে চায়, তা হলে আপনি কী করবেন? (কলসীয় ৪:৬)
১৩ কেউ যদি আপনাকে বলে, সে আপনাকে পছন্দ করে এবং আপনার সঙ্গে ডেটিং করতে চায়, তা হলে আপনি কী করবেন? একটু ভেবে দেখুন, সে কত সাহস নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছে, তাই প্রেম ও সম্মান দেখিয়ে তার সঙ্গে কথা বলুন। (পড়ুন, কলসীয় ৪:৬.) উত্তর দেওয়ার আগে আপনি যদি চিন্তা করতে চান, তা হলে তাকে বলুন, আপনার একটু সময় লাগবে। যদি সম্ভব হয়, তা হলে দেরি করবেন না, তাকে দ্রুত উত্তর দিন। (হিতো. ১৩:১২) আপনি যদি তার সঙ্গে ডেটিং করতে না চান, তা হলে তাকে সদয়ভাবে অথচ স্পষ্টভাবে না বলে দিন। অস্ট্রিয়ায় থাকা ভাই হ্যান্সের অভিজ্ঞতার উপর মনোযোগ দিন। যখন একজন বোন তাকে বলেছিলেন যে, তিনি তাকে পছন্দ করেন, তখন সেই ভাই কী করেছিলেন? “আমি তাকে সদয়ভাবে অথচ স্পষ্টভাবে বলি যে, আমি তার সঙ্গে ডেটিং করতে চাই না। আমি তাকে এই বিষয়ে দ্রুত বলেছিলাম কারণ আমি চাইনি, সে আমার জন্য আশা করে বসে থাকুক। আর পরেও আমি এই বিষয়ে খেয়াল রেখেছিলাম, যেন তার সঙ্গে এমন আচরণ না করি, যাতে সে ভুল বোঝে।” কিন্তু, আপনি যদি তার সঙ্গে ডেটিং করতে চান, তা হলে আপনাকে কী করতে হবে? তাকে এই বিষয়ে বলুন। একসঙ্গে মিলে কথা বলুন যে, ডেটিং করার সময়ে আপনারা কোন বিষয়গুলো খেয়াল রাখবেন এবং একে অন্যের কাছ থেকে কী আশা করবেন। এমনটা করা ভালো হবে কারণ আপনারা একে অন্যের কাছ থেকে যা চান, সেটা আলাদা হতে পারে, বিশেষ করে আপনারা যদি ভিন্ন পরিবেশ এবং জায়গায় বড়ো হয়ে ওঠেন।
ভাই-বোনেরা কীভাবে সাহায্য করতে পারে?
১৪. কীভাবে আমরা অবিবাহিত ভাই-বোনদের সাহায্য করতে পারি?
১৪ কীভাবে ভাই-বোনেরা তাদের সাহায্য করতে পারে, যারা বিয়ে করতে চায়? একটা উপায় হচ্ছে, ভেবে-চিন্তে কথা বলার মাধ্যমে। (ইফি. ৪:২৯) আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি, ‘যারা বিয়ে করার কথা চিন্তা করছে, আমি কি সবসময় তাদের পিছনে লাগি? আমি মণ্ডলীতে যখন কোনো ছেলে ও মেয়েকে কথা বলতে দেখি, তখন কি এটা ধরে নিই, তাদের মধ্যে কিছু চলছে?’ (১ তীম. ৫:১৩) শুধু তা-ই নয়, এই বিষয়টা খেয়াল রাখুন যেন আপনি অবিবাহিত ভাই-বোনদের এমন কিছু না বলেন, যেটার ফলে তাদের মনে হতে পারে, বিয়ে না করলে তাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে। হ্যান্স বলেন, “কিছু ভাই-বোন বলে, ‘তুমি বিয়ে করছ না কেন? বয়স পেরিয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে!’ এই সমস্ত কথা অবিবাহিত ভাই-বোনদের আঘাত দিতে পারে এবং তারা চিন্তা করতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে করা উচিত।” এগুলো বলার পরিবর্তে কতই-না ভালো হবে, আপনি যদি অবিবাহিত ভাই-বোনদের প্রশংসা করেন!—১ থিষল. ৫:১১.
১৫. (ক) আপনি যদি কাউকে জীবনসঙ্গী খুঁজতে সাহায্য করতে চান, তা হলে আপনার কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? (রোমীয় ১৫:২) (ছবিও দেখুন।) (খ) আপনি এই ভিডিও থেকে কী শিখেছেন? (পাদটীকাও দেখুন।)
১৫ আপনার যদি মনে হয়, কোনো ভাই ও বোন একে অন্যের ভালো জীবনসঙ্গী হতে পারে, তা হলে আপনার কী করা উচিত? বাইবেলে বলা আছে, অন্যদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে (পড়ুন, রোমীয় ১৫:২.) অনেক ভাই-বোন চায় না, অন্যেরা তাদের জন্য জীবনসঙ্গী খুঁজুক, সেইসময় তাদের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। (২ থিষল. ৩:১১) আবার কিছু ভাই-বোন চায়, অন্যেরা তাদের সাহায্য করুক, কিন্তু যতক্ষণ না তারা আপনার কাছ থেকে সাহায্য চাইছে, ততক্ষণ তাদের জন্য সম্বন্ধ দেখবেন না।f (হিতো. ৩:২৭) আবার কিছু অবিবাহিত ভাই-বোন চায় না, কেউ তাদের কারো সঙ্গে সরাসরি দেখা করাক। তাই, আপনি কী করতে পারেন? জার্মানিতে থাকা একজন অবিবাহিত বোন লিডিয়া বলেন, “আপনি মণ্ডলীর কিছু বন্ধুকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর প্ল্যান করতে পারেন এবং সেখানে সেই ভাই ও বোনকেও ডাকতে পারেন। এভাবে, তারা একে অন্যের সঙ্গে দেখা করার সুযোগ পাবে এবং বাকিটা আপনি তাদের উপরই ছেড়ে দিতে পারেন।”
ভাই-বোনেরা যখন একসঙ্গে সময় কাটায়, তখন অবিবাহিত খ্রিস্টানেরা একে অন্যের সঙ্গে মেলামেশা করার সুযোগ পায় (১৫ অনুচ্ছেদ দেখুন)
১৬. অবিবাহিত ভাই-বোনেরা কোন বিষয়টা মনে রাখতে পারে?
১৬ আমরা বিবাহিত হই অথবা অবিবাহিত, আমরা সবাই আনন্দে থাকতে পারি। (গীত. ১২৮:১) তাই আপনি যদি বিয়ে করতে চান, কিন্তু এখনও পর্যন্ত কাউকে খুঁজে না পান, তা হলে যিহোবার সেবায় ব্যস্ত থাকুন। মাকাওতে থাকা বোন সিনি বলেন, “নতুন জগতে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে চিরকাল বেঁচে থাকতে পারবেন। সেটার তুলনায় আজ আপনি যতদিন অবিবাহিত রয়েছেন, সেটা কিছুই নয়। তাই যতদিন না আপনার বিয়ে হচ্ছে, সময়কে ভালোভাবে ব্যবহার করুন। এই সুযোগ আপনি আর পাবেন না।” কিন্তু, আপনার যদি কাউকে পছন্দ হয়ে গিয়েছে এবং আপনি তার সঙ্গে ডেটিং করতে শুরু করে দিয়েছেন, তা হলে আপনি কোন বিষয়গুলো মনে রাখতে পারেন, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন? পরের প্রবন্ধে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব।
গান ১৩৭ বিশ্বস্ত খ্রিস্টান বোনেরা
a আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, তা জানার জন্য jw.org ওয়েবসাইটে “Young People Ask—Am I Ready for Marriage?” প্রবন্ধটা পড়ুন।
b এটার মানে কী? এই প্রবন্ধে এবং পরের প্রবন্ধে আমরা ডেটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করব। ডেটিং করার মানে হচ্ছে বিয়ের উদ্দেশ্য নিয়ে কাউকে ভালোভাবে জানা এবং তার সঙ্গে মেলামেশা করা। ডেটিং করার সময়ে একজন ছেলে ও মেয়ে জানার চেষ্টা করে যে, তারা একে অন্যের ভালো জীবনসঙ্গী হতে পারবে কি না। ডেটিং তখন শুরু হয়, যখন একজন ছেলে ও মেয়ে বলে যে, তারা একে অন্যকে পছন্দ করে। আর এটা ততদিন পর্যন্ত চলে, যতদিন না তারা সিদ্ধান্ত নিচ্ছে যে, তারা বিয়ে করবে, না কি তাদের সম্পর্ক শেষ করে দেবে।
c এই প্রবন্ধে দেওয়া নীতিগুলো কাজে লাগালে অবিবাহিত ভাইয়েরা ও বোনেরা উপকার পেতে পারে।
d এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।
e কিছু সংস্কৃতিতে একজন ভাই একজন বোনকে বলে, সে তাকে পছন্দ করে এবং তার সঙ্গে ডেটিং করতে চায়। কিন্তু, একজন বোনও একজন ভাইকে তা বলতে পারে। (রূৎ. ৩:১-১৩) আরও জানার জন্য ২০০৪ সালের ২২ অক্টোবর সজাগ হোন! পত্রিকা “Young People Ask . . . How Can I Tell Him How I Feel?” প্রবন্ধটা দেখুন।
f jw.org ওয়েবসাইটে বিশ্বাসের পক্ষে সফল যোদ্ধারা—অবিবাহিত খ্রিস্টানেরা ভিডিও দেখুন।