ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 আগস্ট পৃষ্ঠা ৮-১৩
  • যিহোবা চান যেন সকলে অনুতপ্ত হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা চান যেন সকলে অনুতপ্ত হয়
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা ইজরায়েলীয়দের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?
  • যিহোবা কীভাবে পাপী ব্যক্তিদের অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করে থাকেন?
  • যিশু খ্রিস্ট তাঁর অনুসারীদের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?
  • যিহোবা পাপী মানুষকে উদ্ধার করার জন্য কী করেছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • পাপ করেছে এমন ব্যক্তিদের প্রতি প্রাচীনেরা কীভাবে প্রেম ও করুণা দেখাতে পারে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • নিশ্চিত থাকুন, যিহোবা আপনাকে ক্ষমা করেছেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • প্রকৃত অনুতপ্ত হওয়ার অর্থ কী?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 আগস্ট পৃষ্ঠা ৮-১৩

অধ্যয়ন প্রবন্ধ ৩২

গান ৪৪ হতাশ লোকের প্রার্থনা

যিহোবা চান যেন সকলে অনুতপ্ত হয়

“যিহোবা . . . চান না, কেউ ধ্বংস হয়ে যাক, বরং চান যেন সকলে অনুতপ্ত হয়।”—২ পিতর ৩:৯.

আমরা কী শিখব?

এই প্রবন্ধে আমরা দেখব, অনুতপ্ত হওয়ার অর্থ কী, কেন অনুতপ্ত হতে হবে আর যিহোবা কীভাবে সমস্ত ধরনের লোককে অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করে থাকেন।

১. একজন ব্যক্তি যখন অনুতপ্ত হন, তখন তিনি কী করেন?

আমরা যখন কোনো ভুল করে ফেলি, তখন অনুতপ্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাইবেল বলে, একজন ব্যক্তি যখন অনুতপ্ত হন, তখন তিনি তার ভুল কাজকে ঘৃণা করতে শুরু করেন, তা করা বন্ধ করেন এবং সেই ভুল আর না করার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ হন।—মথি ৩:৮; প্রেরিত ৩:১৯; ২ পিতর ৩:৯.

২. অনুতপ্ত হওয়ার সঙ্গে কী জড়িত, তা কেন আমাদের সবাইকে জানতে হবে? (নহিমিয় ৮:৯-১১)

২ অনুতপ্ত হওয়ার সঙ্গে কী জড়িত, তা আমাদের সবাইকে জানতে হবে। কেন? কারণ আমরা সবাই প্রতিদিন পাপ করি। যেহেতু আমরা আদম ও হবার বংশধর, তাই আমরা প্রত্যেকে তাদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাপ ও মৃত্যু পেয়েছি। (রোমীয় ৩:২৩; ৫:১২) আমরা কেউই পাপ ও মৃত্যু থেকে রেহাই পাই না। অনেক বিশ্বস্ত ব্যক্তিকে পাপের সঙ্গে লড়াই করতে হয়েছে, যাদের মধ্যে একজন ছিলেন প্রেরিত পৌল। (রোমীয় ৭:২১-২৪) তাহলে, এর মানে কি এই যে, আমাদের পাপের কারণে আমরা সবসময় দুঃখ করব? না। কারণ যিহোবা হলেন করুণাময় ঈশ্বর এবং তিনি চান যেন আমরা আনন্দে থাকি। নহিমিয়ের দিনের যিহুদিদের কথা চিন্তা করুন। (পড়ুন, নহিমিয় ৮:৯-১১.) যিহোবা চাননি, তারা অতীতের ভুলগুলো নিয়ে দুঃখ করতে থাকে। এর পরিবর্তে, তিনি চেয়েছিলেন যেন তারা আনন্দের সঙ্গে তাঁর সেবা করে। যিহোবা জানেন, আমরা যখন অনুতপ্ত হই, তখন আমরা আনন্দ লাভ করি। তাই, তিনি অনুতপ্ত হওয়ার বিষয়ে আমাদের শিক্ষা দেন। আমরা যদি আমাদের পাপের জন্য অনুতপ্ত হই, তা হলে আমরা নিশ্চিত থাকতে পারি যে, আমাদের করুণাময় পিতা আমাদের ক্ষমা করবেন।

৩. এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

৩ এই প্রবন্ধে আমরা জানতে পারব, অনুতপ্ত হওয়ার সঙ্গে কী জড়িত। আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব, যিহোবা ইজরায়েলীয়দের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন। এরপর আমরা লক্ষ করব, যিহোবা কীভাবে পাপী ব্যক্তিদের অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করে থাকেন। শেষে আমরা দেখব, যিশু খ্রিস্ট তাঁর অনুসারীদের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন।

যিহোবা ইজরায়েলীয়দের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?

৪. যিহোবা ইজরায়েলীয়দের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?

৪ যিহোবা যখন ইজরায়েলীয়দের ব্যবস্থা দিয়েছিলেন, তখন তারা প্রতিজ্ঞা করেছিল যে, তারা এই ব্যবস্থায় দেওয়া আইনগুলো পালন করবে। তারা যদি সেগুলো পালন করে, তা হলে যিহোবা তাদের সুরক্ষা জোগাবেন এবং আর্শীবাদ করবেন। এই আইনগুলোর বিষয়ে তিনি তাদের এই আশ্বাস দিয়েছিলেন: “আজ আমি তোমাকে যে-সমস্ত আজ্ঞা দিচ্ছি, সেগুলো বোঝা তোমার জন্য খুব বেশি কঠিন নয় কিংবা সেগুলো তোমার নাগালের বাইরেও নয়।” (দ্বিতীয়. ৩০:১১, ১৬) তারা যদি এই আইনগুলো মেনে না চলে—যেমন, অন্য দেব-দেবীর উপাসনা করে—তা হলে তিনি তাদের আর আর্শীবাদ করবেন না এবং এর ফলে তারা কষ্ট ভোগ করবে। তবে, তারা আবারও ঈশ্বরকে খুশি করতে পারবে। ইজরায়েলীয়েরা ‘তাদের ঈশ্বর যিহোবার কাছে ফিরে আসতে এবং তাঁর কথা শুনতে’ পারবে। (দ্বিতীয়. ৩০:১-৩, ১৭-২০) অন্য কথায় বললে, তারা অনুতপ্ত হতে পারবে। এর ফলে, যিহোবা আবারও তাদের ঘনিষ্ঠ হবেন এবং তাদের আর্শীবাদ করবেন।

৫. কীভাবে যিহোবা দেখিয়েছিলেন যে, তিনি তাঁর লোকদের ব্যাপারে হাল ছেড়ে দেননি? (২ রাজাবলি ১৭:১৩, ১৪)

৫ ইজরায়েলীয়েরা বার বার যিহোবার অবাধ্য হয়েছিল। তারা প্রতিমাপূজা করার পাশাপাশি অন্যান্য জঘন্য কাজও করেছিল। এর ফলে, তাদের কষ্ট ভোগ করতে হয়েছিল। কিন্তু, যিহোবা তাদের ব্যাপারে হাল ছেড়ে দেননি। তিনি বহু বার তাঁর ভাববাদীদের পাঠিয়ে ইজরায়েলীয়দের বলেছিলেন, যেন তারা অনুতপ্ত হয় এবং তাঁর কাছে ফিরে আসে।—পড়ুন, ২ রাজাবলি ১৭:১৩, ১৪.

৬. কীভাবে যিহোবা ভাববাদীদের মাধ্যমে তাঁর লোকদের অনুতপ্ত হওয়ার গুরুত্ব সম্বন্ধে শিখিয়েছিলেন? (ছবিও দেখুন।)

৬ যিহোবা তাঁর লোকদের সাবধানবাণী দেওয়ার এবং সংশোধন করার জন্য অনেক বার তাঁর ভাববাদীদের পাঠিয়েছিলেন। যেমন, যিহোবা যিরমিয়ের মাধ্যমে বলেছিলেন: “হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান . . . আমি চিরকাল ক্রোধ রাখিব না। কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার কর যে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছ।” (যির. ৩:১২, ১৩) যিহোবা যোয়েলের মাধ্যমে বলেছিলেন: “তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত . . . আমার কাছে ফিরিয়া আইস।” (যোয়েল ২:১২, ১৩) তিনি যিশাইয়ের মাধ্যমে বলেছিলেন: “তোমরা আপনাদিগকে . . . বিশুদ্ধ কর, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর কর; কদাচরণ ত্যাগ কর।” (যিশা. ১:১৬-১৯) আর যিহোবা যিহিষ্কেলের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন: “দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? . . . বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না? কারণ যে মরে, তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, . . . অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচ।” (যিহি. ১৮:২৩, ৩২) লোকদের অনুতপ্ত হতে দেখে যিহোবা অনেক খুশি হন, কারণ তিনি চান যেন তারা চিরকাল বেঁচে থাকে। তাই, যিহোবা এইরকম মনে করে অপেক্ষা করেন না যে, পাপী ব্যক্তিরা অনুতপ্ত হবে আর এরপর তিনি তাদের সাহায্য করবেন। আসুন, আমরা এই বিষয়ে আরও উদাহরণ দেখি।

কোলাজ: যিহোবা তাঁর লোকদের সংশোধন করার জন্য বিভিন্ন ভাববাদীকে পাঠিয়েছিলেন। ১. যোয়েল: খ্রিস্টপূর্ব প্রায় ৮২০ সাল। ২. হোশেয়: খ্রিস্টপূর্ব ৭৪৫ সালের পরে। ৩. যিশাইয়: খ্রিস্টপূর্ব ৭৩২ সালের পরে। ৪. যিহিষ্কেল: খ্রিস্টপূর্ব প্রায় ৫৯১ সাল। ৫. যিরমিয়: খ্রিস্টপূর্ব ৫৮০ সাল।

যিহোবা তাঁর লোকদের অনুতপ্ত হওয়ার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য অনেক বার তাঁর ভাববাদীদের পাঠিয়েছিলেন (৬-৭ অনুচ্ছেদ দেখুন)


৭. ভাববাদী হোশেয় এবং তার স্ত্রীর উদাহরণের মাধ্যমে যিহোবা তাঁর লোকদের কী শিক্ষা দিয়েছিলেন?

৭ যিহোবা কীভাবে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে তাঁর লোকদের শিক্ষা দিয়েছিলেন, তা লক্ষ করুন। তিনি ভাববাদী হোশেয় এবং তার স্ত্রী গোমরের উদাহরণ ব্যবহার করেছিলেন। গোমর ব্যভিচার করেছিলেন এবং অন্য পুরুষের জন্য হোশেয়কে ছেড়ে চলে গিয়েছিলেন। যিহোবা কী করেছিলেন? যিহোবা হৃদয় পড়তে পারেন আর তাই তিনি হোশেয়কে বলেছিলেন: “তুমি পুনশ্চ যাইয়া কান্তের প্রিয়া অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম কর; যেমন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে।” (হোশেয় ৩:১; হিতো. ১৬:২) লক্ষ করুন, হোশেয়র স্ত্রী তখনও গুরুতর পাপ করে চলছিলেন। তা সত্ত্বেও, যিহোবা হোশেয়কে বলেছিলেন, যেন তিনি তার স্ত্রীকে ক্ষমা করে দেন এবং আবার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন।a তাঁর লোকদের প্রতি যিহোবার অনুভূতি কেমন, তা তিনি এই উদাহরণের মাধ্যমে তাদের শেখাতে চেয়েছিলেন। যদিও তারা তখনও গুরুতর পাপ করে চলছিল, তবুও যিহোবা তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। যিহোবা বার বার তাঁর ভাববাদীদের পাঠিয়েছিলেন, যাতে তারা অনুতপ্ত হয় এবং নিজেদের পরিবর্তন করে। এই উদাহরণ দেখায়, যিহোবা—যিনি “হৃদয় পরীক্ষা করেন”—এমন একজন ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করতে চান, যিনি এখনও গুরুতর পাপ করে চলছেন। (হিতো. ১৭:৩) আসুন, আমরা এই বিষয়ে আরও দেখি।

যিহোবা কীভাবে পাপী ব্যক্তিদের অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করে থাকেন?

৮. যিহোবা কীভাবে কয়িনকে অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করতে চেয়েছিলেন? (আদিপুস্তক ৪:৩-৭) (ছবিও দেখুন।)

৮ কয়িন ছিলেন আদম ও হবার প্রথম সন্তান। তিনি তার বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাপ পেয়েছিলেন। বাইবেলে তার সম্বন্ধে এও বলা আছে: “তার নিজের কাজ ছিল মন্দ।” (১ যোহন ৩:১২) এটা থেকে বোঝা যায়, কয়িন যখন বলি উৎসর্গ করেছিলেন, তখন কেন যিহোবা “কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না।” কয়িন নিজেকে পরিবর্তন না করে বরং ‘অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন, তাহার মুখ বিষণ্ণ হইয়াছিল।’ তখন যিহোবা কী করেছিলেন? তিনি কয়িনের সঙ্গে কথা বলেছিলেন। (পড়ুন, আদিপুস্তক ৪:৩-৭.) লক্ষ করুন, যিহোবা সদয়ভাবে কয়িনের সঙ্গে যুক্তি করেছিলেন, তাকে প্রত্যাশা জুগিয়েছিলেন এবং পাপের খারাপ পরিণতি সম্বন্ধে তাকে সতর্ক করেছিলেন। দুঃখের বিষয় হল, কয়িন যিহোবার কথা শোনেননি। অনুতপ্ত হওয়ার বিষয়ে তিনি যিহোবার কাছ থেকে সাহায্য নিতে চাননি। যিহোবা কি কয়িনের এইরকম মনোভাব দেখে অন্যদের অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করা বন্ধ করে দিয়েছিলেন? কখনোই না!

কয়িনের হাতে একটা মোটা লাঠি, যেটা দিয়ে তিনি হেবলকে মারতে যাচ্ছেন। স্বর্গ থেকে যিহোবার কণ্ঠস্বর শোনার জন্য কয়িন পিছনে ফিরে তাকাচ্ছেন।

যিহোবা সদয়ভাবে কয়িনের সঙ্গে যুক্তি করেছিলেন, তাকে প্রত্যাশা জুগিয়েছিলেন এবং পাপের খারাপ পরিণতি সম্বন্ধে তাকে সতর্ক করেছিলেন (৮ অনুচ্ছেদ দেখুন)


৯. যিহোবা কীভাবে দায়ূদকে অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করেছিলেন?

৯ যিহোবা রাজা দায়ূদকে অনেক ভালোবাসতেন। তিনি দায়ূদের বিষয়ে এইরকম বলেছিলেন, “সে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করে।” (প্রেরিত ১৩:২২) কিন্তু, দায়ূদ কিছু গুরুতর পাপ করেছিলেন, যেমন ব্যভিচার ও হত্যা। মোশির ব্যবস্থা অনুযায়ী দায়ূদ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য ছিলেন। (লেবীয়. ২০:১০; গণনা. ৩৫:৩১) তা সত্ত্বেও, যিহোবা দায়ূদকে অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করতে চেয়েছিলেন।b যিহোবা তাঁর ভাববাদী নাথনকে দায়ূদের কাছে পাঠিয়েছিলেন, যদিও দায়ূদ তখনও পর্যন্ত অনুতপ্ত হওয়ার মতো কোনো মনোভাব দেখাননি। নাথন একটা দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন, যা দায়ূদের হৃদয় স্পর্শ করেছিল। এর ফলে দায়ূদ বুঝতে পেরেছিলেন যে, তিনি যিহোবাকে কতটা দুঃখ দিয়েছেন। আর তাই তিনি অনুতপ্ত হয়েছিলেন। (২ শমূ. ১২:১-১৪) তিনি একটা গীত লিখেছিলেন, যেটা থেকে বোঝা যায় যে, তিনি তার পাপের জন্য অনুতপ্ত হয়েছিলেন। (গীত. ৫১, শীর্ষলিখন) যারা পাপ করেছে, তাদের মধ্যে অনেক ব্যক্তি এই গীত পড়ে সান্ত্বনা লাভ করেছে এবং অনুতপ্ত হয়েছে। এটা কতই-না আনন্দের বিষয় যে, যিহোবা তাঁর প্রিয় দাস দায়ূদকে অনুতপ্ত হওয়ার জন্য প্রেমের সঙ্গে সাহায্য করেছেন!

১০. যিহোবা যে পাপী মানুষদের প্রতি ধৈর্য ধরেন এবং তাদের ক্ষমা করেন, তা জেনে আপনি কেমন অনুভব করেন?

১০ যিহোবা সমস্ত ধরনের পাপ ঘৃণা করেন। (গীত. ৫:৪, ৫) তিনি জানেন, আমরা সবাই পাপী। কিন্তু, তিনি আমাদের ভালোবাসেন বলে আমাদের পাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য করতে চান। যিহোবা এমনকী সেই ব্যক্তিদেরও অনুতপ্ত হওয়ার এবং তাঁর ঘনিষ্ঠ হওয়ার জন্য সাহায্য করেন, যারা গুরুতর পাপ করেছে। এটা জানা কতই-না সান্ত্বনাদায়ক! আমরা যখন যিহোবার ধৈর্য ও ক্ষমা নিয়ে চিন্তা করি, তখন আমরা তাঁর প্রতি বিশ্বস্ত থাকার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হই আর যদি পাপ করে ফেলি, তা হলে দ্রুত অনুতপ্ত হওয়ার জন্য পদক্ষেপ নিই। আসুন, এখন আমরা দেখি যে, যিশু তাঁর অনুসারীদের অনুতপ্ত হওয়ার বিষয়ে কোন শিক্ষা দিয়েছিলেন।

যিশু খ্রিস্ট তাঁর অনুসারীদের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?

১১-১২. যিশু কীভাবে শিখিয়েছিলেন যে, তাঁর পিতা ক্ষমা করতে ইচ্ছুক? (প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)

১১ আগের প্রবন্ধে যেমনটা বলা হয়েছে, যোহন বাপ্তাইজক ও যিশু খ্রিস্ট উভয়ের মাধ্যমেই যিহোবা লোকদের এই শিক্ষা দিয়েছিলেন যে, অনুতপ্ত হওয়া কতটা গুরুত্বপূর্ণ।—মথি ৩:১, ২; ৪:১৭.

১২ আমরা যখন পাপ করি, তখন যিহোবা যে আমাদের ক্ষমা করতে ইচ্ছুক, তা যিশু পৃথিবীতে থাকার সময় লোকদের শিক্ষা দিয়েছিলেন। তিনি হারানো ছেলের গল্প বলার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছিলেন। এই গল্পে যে-যুবকের কথা বলা হয়েছে, সে বাড়ি থেকে চলে যায় এবং অনেক খারাপ কাজ করে। কিন্তু, কিছু সময় পর সে “চেতনা ফিরে” পায় এবং বাড়ি ফিরে আসে। তখন তার বাবা কী করেছিলেন? যিশু বলেছিলেন, ছেলে “দূরে থাকতেই তার বাবা তাকে দেখতে পেলেন এবং তাকে দেখে তার গভীর সমবেদনা হল। তখন তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং কোমলভাবে চুম্বন করলেন।” সেই ছেলে আশা করেনি, তার বাবা তাকে ক্ষমা করবেন। তাই, সে তার বাবাকে জিজ্ঞেস করতে চেয়েছিল যে, সে তার বাড়িতে একজন দাস হিসেবে কাজ করতে পারবে কি না। কিন্তু, তার বাবা তাকে “আমার এই ছেলে” বলে সম্বোধন করেছিলেন এবং তাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। বাবা এই কথা বলেছিলেন: “সে হারিয়ে গিয়েছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল।” (লূক ১৫:১১-৩২) পৃথিবীতে আসার আগে যিশু যখন স্বর্গে ছিলেন, তখন তিনি নিশ্চয়ই দেখেছিলেন যে, তাঁর পিতা অসংখ্য অনুতপ্ত পাপীর প্রতি কীভাবে এই ধরনের সমবেদনা দেখিয়েছেন। আমাদের পিতা যে কতটা করুণাময়, সেই বিষয়ে যিশু কী দারুণ এক চিত্র তুলে ধরেছেন! এটা জেনে আমরা সত্যিই সান্ত্বনা লাভ করি।

যিশুর দৃষ্টান্তে উল্লেখিত হারানো ছেলে বাবার সামনে নত হয়ে আছে আর বাবা তাকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসছেন।

যিশুর হারানো ছেলের দৃষ্টান্তে উল্লেখিত ছেলে যখন বাড়ি ফিরে এসেছিল, তখন তার বাবা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন (১১-১২ অনুচ্ছেদ দেখুন)


১৩-১৪. প্রেরিত পিতর অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিখেছিলেন আর তিনি এই বিষয়ে অন্যদের কোন শিক্ষা দিয়েছিলেন? (ছবিও দেখুন।)

১৩ প্রেরিত পিতর অনুতপ্ত হওয়ার এবং ক্ষমা লাভ করার বিষয়ে যিশুর কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন। পিতর অনেক বার ভুল করেছিলেন এবং প্রতি বারই যিশু তাকে ক্ষমা করার জন্য ইচ্ছুক ছিলেন। যেমন, পিতর তিন বার তার প্রভুকে অস্বীকার করেছিলেন আর এই কারণে পিতর প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। (মথি ২৬:৩৪, ৩৫, ৬৯-৭৫) কিন্তু, যিশু পুনরুত্থিত হওয়ার পর পিতরকে দেখা দিয়েছিলেন, যাতে যিশু ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলতে পারেন। (লূক ২৪:৩৩, ৩৪; ১ করি. ১৫:৩-৫) কোনো সন্দেহ নেই, যিশু সেইসময় তাঁর এই অনুতপ্ত প্রেরিতকে এই ব্যাপারে আশ্বস্ত করেছিলেন যে, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন।

১৪ পিতর তার এই অভিজ্ঞতার কারণে অন্যদের অনুতপ্ত হওয়ার বিষয়ে আর সেইসঙ্গে ক্ষমা লাভ করার বিষয়ে শিক্ষা দিতে পেরেছিলেন। পঞ্চাশত্তমীর উৎসবের দিনে অবিশ্বাসী যিহুদিদের এক বিরাট দলের উদ্দেশে একটা বক্তৃতায় পিতর বলেছিলেন যে, কীভাবে তারা মশীহকে হত্যা করেছে। তবে, তিনি প্রেমের সঙ্গে তাদের এই পরামর্শ দিয়েছিলেন: “তাই, অনুতাপ করো এবং ঈশ্বরের প্রতি ফেরো, যেন তোমাদের পাপ মুছে ফেলা হয়; এভাবে যিহোবা প্রশান্তির সময় নিয়ে আসবেন।” (প্রেরিত ৩:১৪, ১৫, ১৭, ১৯) পিতর এভাবে দেখিয়েছিলেন যে, একজন পাপী যখন অনুতপ্ত হন, তখন তিনি ফিরে আসেন অর্থাৎ তিনি তার ভুল চিন্তাভাবনা ও কাজ পরিবর্তন করেন আর এমনভাবে জীবনযাপন করতে শুরু করেন, যা ঈশ্বরকে খুশি করে। প্রেরিত পিতর এও দেখিয়েছিলেন, যিহোবা তাদের পাপ পুরোপুরিভাবে ক্ষমা করবেন। এটা এমন যেন তিনি পাপ মুছে ফেলেন এবং তা একেবারে দূর হয়ে যায়। আর বেশ কয়েক বছর পর, পিতর খ্রিস্টানদের এই আশ্বাস দিয়েছিলেন, “যিহোবা . . . তোমাদের প্রতি ধৈর্যশীল, কারণ তিনি চান না, কেউ ধ্বংস হয়ে যাক, বরং চান যেন সকলে অনুতপ্ত হয়।” (২ পিতর ৩:৯) আমরা যখন পাপ করি, এমনকী গুরুতর পাপ করি, তখন এটা জানা কতই-না সান্ত্বনাদায়ক যে, যিহোবা আমাদের পুরোপুরিভাবে ক্ষমা করেন!

কোলাজ: ১. প্রেরিত পিতর কান্নায় ভেঙে পড়েছেন। ২. পুনরুত্থিত যিশু পিতরকে সান্ত্বনা দিয়ে কথা বলছেন।

যিশু প্রেমের সঙ্গে তাঁর অনুতপ্ত প্রেরিতকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন (১৩-১৪ অনুচ্ছেদ দেখুন)


১৫-১৬. (ক) ক্ষমার বিষয়ে প্রেরিত পৌল কীভাবে শিক্ষা লাভ করেছিলেন? (১ তীমথিয় ১:১২-১৫) (খ) পরের প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

১৫ শৌল ছিলেন এমন একজন ব্যক্তি, যার অন্যদের চেয়ে আরও বেশি অনুতপ্ত হওয়ার এবং ক্ষমা লাভ করার প্রয়োজন ছিল। তিনি খ্রিস্টের অনুসারীদের প্রচণ্ড তাড়না করেছিলেন। বেশিরভাগ খ্রিস্টানই সম্ভবত মনে করেছিল, তিনি কখনোই পরিবর্তন হবেন না। কিন্তু, পুনরুত্থিত যিশু মানুষদের মতো এইরকম চিন্তা করেননি। তিনি এবং তাঁর পিতা যিহোবা শৌলের মধ্যে ভালো গুণাবলি লক্ষ করেছিলেন। যিশু বলেছিলেন: “এই ব্যক্তি . . . আমার মনোনীত পাত্র।” (প্রেরিত ৯:১৫) যিশু এমনকী এক অলৌকিক কাজ করার মাধ্যমে শৌলকে অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করেছিলেন। (প্রেরিত ৭:৫৮–৮:৩; ৯:১-৯, ১৭-২০) শৌল অনুতপ্ত হওয়ার পর একজন খ্রিস্টান হয়েছিলেন এবং পরে প্রেরিত পৌল হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। যিহোবা ও যিশু যে তার প্রতি দয়া দেখিয়েছিলেন এবং তাকে ক্ষমা করেছিলেন, সেটার জন্য তিনি অনেক কৃতজ্ঞ ছিলেন। (পড়ুন, ১ তীমথিয় ১:১২-১৫.) তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্যদের শিক্ষা দিয়েছিলেন: “ঈশ্বর সদয় বলে তোমাকে অনুতপ্ত হতে সাহায্য করতে চান।”—রোমীয় ২:৪.

১৬ প্রেরিত পৌল যখন জানতে পেরেছিলেন যে, করিন্থের খ্রিস্টীয় মণ্ডলীতে যৌন অনৈতিকতা রয়েছে, তখন তিনি তাদের কোন পরামর্শ দিয়েছিলেন? তিনি তাদের যে-পরামর্শ দিয়েছিলেন, সেখান থেকে আমরা যিহোবার প্রেমময় শাসন ও করুণা দেখানোর গুরুত্ব সম্বন্ধে অনেক কিছু শিখতে পারি। পরের প্রবন্ধে আমরা এই ঘটনা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব।

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • যিহোবা ইজরায়েলীয়দের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?

  • যিহোবা কীভাবে পাপী ব্যক্তিদের অনুতপ্ত হওয়ার জন্য সাহায্য করে থাকেন?

  • যিশু খ্রিস্ট তাঁর অনুসারীদের অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শিক্ষা দিয়েছিলেন?

গান ৩৩ তোমার বোঝা ফেলে দাও

a এই ক্ষেত্রটা আলাদা ছিল। বর্তমানে, যিহোবা এমনটা বলেন না যে, বিবাহিত দম্পতিদের মধ্যে একজন যদি ব্যভিচার করেন, তা হলে নির্দোষ সাথিকে তার সঙ্গে থাকতেই হবে। যিহোবা তাঁর পুত্রের মাধ্যমে প্রেমের সঙ্গে এই নির্দেশনা দিয়েছিলেন যে, একজন নির্দোষ সাথি যদি চান, তা হলে তিনি সেই সাথির সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে পারেন, যিনি ব্যভিচার করেছেন।—মথি ৫:৩২; ১৯:৯.

b ২০১২ সালের ১৫ নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২১-২৩ পৃষ্ঠায় দেওয়া “যিহোবার ক্ষমা আপনার জন্য কী অর্থ রাখে?” শিরোনামের প্রবন্ধের ৩-১০ অনুচ্ছেদ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার