অধ্যয়নের জন্য পরামর্শ
মূল বিষয়গুলো নিয়ে পুনরালোচনা করুন
আপনার সঙ্গেও কি এমনটা হয়েছে যে, আপনি কিছু পড়েছেন, কিন্তু ভুলে গিয়েছেন যে, কী পড়েছেন? আমাদের প্রত্যেকের সঙ্গে এমনটা হয়ে থাকে। এইরকম ক্ষেত্রে আপনি কী করতে পারেন? মনে মনে মূল বিষয়গুলো নিয়ে পুনরালোচনা করুন।
অধ্যয়ন করার সময় মাঝে মাঝে থেমে চিন্তা করুন যে, আপনি কোন গুরুত্বপূর্ণ বিষয় শিখেছেন। প্রেরিত পৌলও তার একটা চিঠিতে ভাই-বোনদের এমনটাই করার জন্য উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন: “আমরা যা বলছি, সেটার মূল বিষয় হল।” (ইব্রীয় ৮:১) এমনটা বলার মাধ্যমে তিনি ভাই-বোনদের এটা বোঝাচ্ছিলেন যে, তিনি কী বলতে চাইছেন এবং তার প্রতিটা কথা কীভাবে মূল বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত।
যদি সম্ভব হয়, তা হলে অধ্যয়ন করার পর দশ মিনিট চিন্তা করুন যে, আপনি যা পড়েছেন, সেটার মূল বিষয় কী। আপনার যদি মনে না থাকে আপনি কী পড়েছেন, তা হলে আবারও প্রবন্ধের উপশিরোনামগুলো লক্ষ করুন। সাধারণত প্রতিটা অনুচ্ছেদের প্রথম লাইনে মূল বিষয় দেওয়া থাকে, সেটাও পড়ুন। আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, তা হলে সেটাকে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করুন। এভাবে আপনি যখন মূল বিষয়গুলো নিয়ে পুনরালোচনা করবেন, তখন আপনি সেই বিষয়গুলো খুব সহজেই মনে রাখতে পারবেন আর এটাও বুঝতে পারবেন যে, সেই বিষয়গুলো কীভাবে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন।