ভূমিকা
আপনি কি এমন একটা জগতে বাস করতে চান, যেখানে কোনো যুদ্ধ কিংবা দৌরাত্ম্য থাকবে না? অনেকে বলতে পারে, এটা কখনোই সম্ভব নয়। ঈশ্বরের বাক্য জানায়, কেন মানুষ যুদ্ধ বন্ধ করতে পারছে না। এ ছাড়া এটি এও জানায়, কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, সারা পৃথিবীতে খুব শীঘ্রই শান্তি আসবে।
এই পত্রিকায় “যুদ্ধ” বলতে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা দেশের মধ্যে সামরিক (মিলিটারি) লড়াইয়ের বিষয় বলা হয়েছে। এখানে উল্লেখ করা কিছু ব্যক্তির নাম পরিবর্তন করা হয়েছে।