যে-কারণে যুদ্ধ ও দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না
ঈশ্বরের বাক্য আমাদের যুদ্ধ ও দৌরাত্ম্যের মূল কারণ সম্বন্ধে জানায় আর সেইসঙ্গে এও জানায় যে, কেন এই দুঃখজনক ঘটনাগুলো বন্ধ হচ্ছে না।
পাপ
ঈশ্বর আমাদের প্রথম পিতা-মাতা আদম ও হবাকে নিজের প্রতিমূর্তিতে অর্থাৎ তাঁর মতো গুণাবলি দিয়ে সৃষ্টি করেছিলেন। (আদিপুস্তক ১:২৭) তাই স্বাভাবিকভাবেই, আমাদের মধ্যেও শান্তি ও প্রেমের মতো গুণাবলি থাকা উচিত ছিল। (১ করিন্থীয় ১৪:৩৩; ১ যোহন ৪:৮) কিন্তু, আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং পাপ করেছিলেন। যেহেতু আমরা সবাই তাদের সন্তান, তাই আমাদের সবার মধ্যে পাপ ও মৃত্যু এসেছে। (রোমীয় ৫:১২) এইজন্যই আমাদের মধ্যে মন্দ চিন্তাভাবনা আসে এবং আমরা সেই অনুযায়ী কাজ করে ফেলি।—আদিপুস্তক ৬:৫; মার্ক ৭:২১, ২২.
মানবসরকার
ঈশ্বর আমাদেরও এভাবে সৃষ্টি করেননি যে, আমরা নিজেদের শাসন নিজেরাই করতে পারি। বাইবেল বলে, “মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।” (যিরমিয় ১০:২৩) এই কারণেই, মানুষের সরকার যুদ্ধ ও দৌরাত্ম্য পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না।
শয়তান ও তার মন্দ দূতেরা
বাইবেল আমাদের কাছে প্রকাশ করে যে, “সমস্ত জগৎ শয়তানের নিয়ন্ত্রণের অধীনে রয়েছে।” (১ যোহন ৫:১৯) এই শয়তান দিয়াবল একজন নিষ্ঠুর হত্যাকারী। (যোহন ৮:৪৪) সে ও তার মন্দ দূতেরা বিভিন্ন যুদ্ধ ও দৌরাত্ম্যের পিছনে রয়েছে, যাদের আমরা দেখতে পাই না।—প্রকাশিত বাক্য ১২:৯, ১২.
যুদ্ধ ও দৌরাত্ম্যের মূল কারণগুলো আমরা দূর করতে পারি না, কিন্তু ঈশ্বর তা করতে পারেন।