ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০৫ ৪/৮ পৃষ্ঠা ২০-২২
  • আমার কেন কায়িক শ্রম করা উচিত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমার কেন কায়িক শ্রম করা উচিত?
  • ২০০৫ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জীবনের জন্য প্রশিক্ষণ
  • চরিত্র গঠন করা
  • পবিত্র সেবা
  • যেভাবে শেখা যায়
  • আপনার কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজুন
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • অল্পবয়সি বোনেরা—আরও ভালো খ্রিস্টান হও
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • জাগতিক শিক্ষা এবং তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলো
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১১ পরিশ্রমী হওয়া
    ২০১৮ সজাগ হোন!
আরও দেখুন
২০০৫ সচেতন থাক!
g০৫ ৪/৮ পৃষ্ঠা ২০-২২

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . .

আমার কেন কায়িক শ্রম করা উচিত?

“আমি কঠোর শারীরিক পরিশ্রম করার কথা কখনও চিন্তাও করিনি। আমার কম্পিউটার ব্যবহার করাকেই আমি বেশি উপভোগ করতাম।”—নেথেন।

“আমরা যারা শারীরিক পরিশ্রম করি তাদের দিকে কিছু ছেলেমেয়ে অবজ্ঞার চোখে তাকায়, যেন আমাদের অন্য আর কোনো কিছু করার মতো যথেষ্ট বুদ্ধি নেই।”—সারা।

কায়িক শ্রম—অনেকে এটাকে একঘেঁয়ে, নোংরা ও অবাঞ্ছিত বলে মনে করে। অর্থনীতির একজন অধ্যাপক শ্রমিকদের কাজগুলো সম্বন্ধে বলেন: “পদমর্যাদা আকাঙ্ক্ষী এই জগতে ওই পেশাগুলোর খুব একটা মর্যাদা নেই।” তাই অবাক হওয়ার কিছু নেই যে, অনেক যুবক-যুবতী শারীরিক পরিশ্রম করার ধারণাকে অবজ্ঞার চোখে দেখে।

কিন্তু, বাইবেল কঠোর পরিশ্রম সম্বন্ধে একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। রাজা শলোমন বলেছিলেন: “ভোজন পান করা এবং নিজ পরিশ্রমের মধ্যে প্রাণকে সুখভোগ করান ব্যতীত আর মঙ্গল মানুষের হয় না।” (উপদেশক ২:২৪) বাইবেলের সময়ে, ইস্রায়েল এক কৃষিপ্রধান সমাজ ছিল। চাষ করা, ফসল কাটা ও শস্য মাড়াই করা এই সমস্তকিছুর জন্য প্রচুর শারীরিক পরিশ্রমর করার দরকার হতো। তবুও, শলোমন বলেছিলেন যে কঠোর পরিশ্রম প্রচুর পুরস্কার নিয়ে আসতে পারে।

কয়েকশো বছর পরে, প্রেরিত পৌল বলেছিলেন: “চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক, যেন দীনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে।” (ইফিষীয় ৪:২৮) পৌল নিজে কায়িক শ্রম করেছিলেন। যদিও তিনি উচ্চশিক্ষিত ছিলেন, তবুও তিনি মাঝে মাঝে তাঁবু বানিয়ে জীবিকানির্বাহ করেছিলেন।—প্রেরিত ১৮:১-৩.

নিজের হাতে কাজ করার ব্যাপারে তুমি কি মনে করো? তুমি জান বা না-ই জান, শারীরিক পরিশ্রম অনেকভাবে তোমার উপকার করতে পারে।

জীবনের জন্য প্রশিক্ষণ

শারীরিক পরিশ্রম করা—তা হাতুড়ি নিয়ে কাজ হোক বা ঘাস কাটার কাজ হোক—উত্তম স্বাস্থ্য নিয়ে আসতে পারে। তোমার স্বাস্থ্য ভাল রাখা ছাড়াও আরও উপকারগুলো রয়েছে। তুমি কি একটা গাড়ির পাংচার হয়ে যাওয়া টায়ার ঠিক করতে বা গাড়ির তেল বদলাতে জান? তুমি কি ভাঙা জানালা মেরামত করতে বা ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া নালা পরিষ্কার করতে পারো? তুমি কি রান্না করতে জান? তুমি কি বাথরুম ঝকঝকে পরিষ্কার ও রোগজীবাণু মুক্ত করতে পারো? এই দক্ষতাগুলো যুবক ও যুবতী উভয়ের থাকা উচিত, যে-দক্ষতাগুলো একদিন তোমাকে সফলভাবে নিজের মতো করে জীবনযাপন করতে সাহায্য করতে পারে।

আগ্রহের বিষয় হল যে, পৃথিবীতে থাকাকালীন স্বয়ং যিশু খ্রিস্ট কিছু হাতের কাজে দক্ষতা অর্জন করেছিলেন বলে মনে হয়। তিনি ছুতোরমিস্ত্রির কাজ শিখেছিলেন—কোনো সন্দেহ নেই যে, তাঁর পালক পিতা যোষেফের কাছ থেকেই তা শিখেছিলেন—ফলে তাঁকে সূত্রধর বলা হতো। (মথি ১৩:৫৫; মার্ক ৬:৩) তুমিও নিজের হাতে কাজ করে বিভিন্ন উপকারজনক দক্ষতা অর্জন করতে পারো।

চরিত্র গঠন করা

কঠোর পরিশ্রম, তুমি নিজেকে যেভাবে দেখে থাকো তাতেও প্রভাব ফেলতে পারে। ইউ.এস. ন্যাশনল মেন্টাল হেল্‌থ্‌ আ্যন্ড এডুকেশন সেন্টার এর জন্য লেখার সময়, ড. ফ্রেড প্রোভেনজানো বলেন যে, শারীরিক কাজগুলো করতে শেখা তোমার “আত্মনির্ভরতা ও সাধারণ আত্মবিশ্বাস” প্রবল করতে পারে এবং “আত্মশাসন ও শৃঙ্খলা যেগুলো সফল চাকরির ভিত্তি সেগুলোও গড়ে তুলতে পারে।” জন নামে একজন যুবক বলে: “শারীরিক পরিশ্রম তোমাকে ধৈর্য ধরা শিখতে সাহায্য করে। সমস্যাগুলোর মধ্যে দিয়ে কীভাবে কাজ করতে হয় তা তুমি শিখে থাকো।”

সারা, যার কথা আগে উদ্ধৃত করা হয়েছে, সে ব্যাখ্যা করে: “কায়িক শ্রম করা আমাকে কঠোর পরিশ্রমী এবং অধ্যবসায়ী হতে শিখিয়েছে। আমি মানসিক ও শারীরিক উভয়ভাবে নিয়মানুবর্তী হতে শিখেছি।” কঠোর পরিশ্রম মানে কি বিরস, একঘেঁয়ে কাজ? নেথেন বলে: “আমি নিজের হাতে কাজ করাকে উপভোগ করতে শিখেছি। আমার দক্ষতাগুলো বাড়ার সঙ্গে সঙ্গে আমি আমার কাজের মানকে উন্নত হতে দেখেছি। এটা আমার আত্মসম্মানকে বাড়িয়েছে।”

কায়িক শ্রম তোমাকে কিছু সম্পাদন করার আনন্দ অনুভব করতে শেখায়। জেমস নামে এক যুবক এটাকে এভাবে প্রকাশ করে: “আমি ছুতোর মিস্ত্রির কাজকে উপভোগ করি। যদিও এটা মাঝে মাঝে শারীরিকভাবে ক্লান্তিকর হতে পারে, তবুও আমি সবসময় যা নির্মাণ করেছি সেটাকে স্মরণে এনে কিছু সম্পাদন করার অনুভূতি লাভ করি। এটা সত্যিই পরিতৃপ্তিকর।” ব্রায়ান ওই একই অনুভূতি পুনরাবৃত্তি করে। “আমি মোটর গাড়ির কাজকে উপভোগ করি। ভাঙা কিছুকে মেরামত করে সেটাকে আবার প্রায় নতুন করে তোলার যে-দক্ষতা আমার রয়েছে, তা জানা আমাকে আত্মবিশ্বাস ও সন্তুষ্টি এনে দেয়।”

পবিত্র সেবা

খ্রিস্টান যুবক-যুবতীদের জন্য কঠোর পরিশ্রম করতে সমর্থ হওয়া ঈশ্বরের প্রতি ক্রমাগত সেবা করায় সাহায্য করতে পারে। রাজা শলোমনকে যখন যিহোবার উদ্দেশে এক বিশাল জমকালো মন্দির নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি উপলব্ধি করেছিলেন যে, এটা করার জন্য প্রচুর পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হবে। বাইবেল বলে: “শলোমন রাজা লোক প্রেরণ করিয়া সোর হইতে হীরমকে আনাইলেন। সে নপ্তালি বংশীয় এক বিধবার পুত্ত্র, এবং তাহার পিতা সোর নগরস্থ এক জন কাংস্যকার, পিত্তলের সমস্ত কর্ম্ম করিতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল; সে শলোমন রাজার কাছে আসিয়া তাঁহার সমস্ত কার্য্য করিল।”—১ রাজাবলি ৭:১৩, ১৪.

যিহোবার উপাসনাকে অগ্রসর করার জন্য তার দক্ষতাগুলোকে ব্যবহার করতে পারা হীরমের জন্য কত বড়ই না এক সুযোগ ছিল! হীরমের অভিজ্ঞতা হিতোপদেশ ২২:২৯ (বাংলা ইজি-টু-রিড ভারসন) পদে পাওয়া বাইবেলের কথাগুলোর সত্যতাকে তুলে ধরে: “যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য। তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না।”

আজকে, এমনকি নির্মাণ কাজে সামান্য বা কোনো দক্ষতা না থাকলেও যুবক-যুবতীদের কিংডম হলগুলোর নির্মাণ কাজে অংশ নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এই ধরনের প্রকল্পগুলোতে অংশ নেওয়ার কারণে, তাদের কয়েকজন বৈদ্যুতিক কাজ, প্লাম্বিং, রাজমিস্ত্রির কাজ এবং ছুতোরমিস্ত্রির কাজের মতো উপকারজনক পেশাগুলো শিখেছে। তুমি হয়তো স্থানীয় প্রাচীনদের সঙ্গে কিংডম হল নির্মাণ কাজে তোমার অংশ নেওয়ার সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করতে পার।

জেমস, যে বিভিন্ন কিংডম হলে কাজ করেছে সে বলে: “মণ্ডলীতে অনেকের হয়তো সাহায্য করার মতো সময় বা দক্ষতা থাকে না। তাই সাহায্য করার দ্বারা, তুমি সম্পূর্ণ মণ্ডলীকে সাহায্য করছ।” নেথেন, যে চুন, বালি, সুরকি মেশানোর কাজ শিখেছে, সে দেখতে পেয়েছে যে এই দক্ষতা ঈশ্বরের সেবা করার আরেকটা দরজা খুলে দিয়েছে। সে স্মরণ করে বলে: “আমি জিম্বাবোয়েতে যেতে ও সেখানে যিহোবার সাক্ষিদের শাখা অফিস নির্মাণ করতে সাহায্য করায় আমার দক্ষতা ব্যবহার করতে পেরেছিলাম। সেখানে আমি তিন মাস কাজ করেছিলাম আর সেটা আমার জীবনের এক বিরাট অভিজ্ঞতা ছিল।” কঠোর পরিশ্রম করার ইচ্ছা অন্য যুবক-যুবতীদের যিহোবার সাক্ষিদের স্থানীয় শাখা অফিসে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা করার আবেদন করতে পরিচালিত করেছে।

এ ছাড়া, শারীরিক পরিশ্রমে দক্ষ হওয়া তোমাকে কিছুটা ‘সন্তুষ্টি’-ও এনে দিতে পারে। (১ তীমথিয় ৬:৬) যিহোবার সাক্ষিদের অনেক যুবক-যুবতী অগ্রগামী বা পূর্ণসময়ের সুসমাচার প্রচারক হিসেবে সেবা করে। একটা কারিগরি কাজ শেখা কয়েকজনকে জাগতিক স্কুলের পিছনে প্রচুর সময় ও পয়সা ব্যয় না করে তাদের নিজেদের আর্থিকভাবে সমর্থন করতে সাহায্য করেছে।

যেভাবে শেখা যায়

এটা স্পষ্ট যে, তুমি এক কারিগর হিসেবে জীবিকানির্বাহ করতে বা ঘরে তোমার দক্ষতাগুলো ব্যবহার করতে, যা-ই চাও না কেন, কীভাবে কায়িক শ্রম করতে হয় তা শেখার দ্বারা তুমি উপকৃত হতে পার। তোমার স্থানীয় স্কুলগুলো হয়তো বিভিন্ন কারিগরি কাজ শিক্ষা দিতে পারে। হয়তো, তুমি ঘরে কিছু প্রশিক্ষণ পেতে পার। কীভাবে? ঘরের কাজগুলো করার দ্বারা। ড. প্রুভেনজেনো যার কথা আগে উদ্ধৃতি করা হয়েছে তিনি লেখেন: “ঘরের কাজগুলো কিশোর-কিশোরীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সেগুলো ঘরের সাধারণ কাজকর্মে ‘উন্নতি লাভ করার দক্ষতাগুলো’ শেখায় যা উপযুক্ত সময়ে, কিশোর-কিশোরীদেরকে তাদের বাবামাদের কাছ থেকে আলাদা হয়ে সফল ও যোগ্যভাবে জীবনযাপন করতে সাহায্য করবে।” তাই ঘরে কী করা দরকার সেই বিষয়ে সচেতন থাকো। লনের ঘাসগুলো কি কাটা দরকার বা শেলফটা কি মেরামত করা দরকার?

শারীরিক পরিশ্রমকে অবজ্ঞা বা তুচ্ছ না করা তোমাকে অনেকভাবে উপকৃত করতে পারে। কায়িক শ্রমকে এড়িয়ে চলো না। পরিবর্তে, তোমার কঠোর পরিশ্রমের মধ্যে ‘সুখভোগ করিবার’ চেষ্টা করো কারণ উপদেশক ৩:১৩ পদ বলে, ‘ইহা ঈশ্বরের দান।’

[২১ পৃষ্ঠার ব্লার্ব]

একটা কারিগরি কাজ শেখা অনেক যুবক-যুবতীকে ঈশ্বরের প্রতি তাদের সেবাকে বাড়াতে সাহায্য করেছে

[২২ পৃষ্ঠার চিত্রগুলো]

প্রায়ই তোমার বাবামা তোমাকে মৌলিক দক্ষতাগুলো শেখাতে পারে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার