গান ৩৭
সমস্ত কিছু দিয়ে যিহোবার সেবা করি
১. ও যি-হো-বা, সা-র্ব-ভৌ-ম,
তো-মার কাজ ক-রে হই যে খু-শি।
দে-ব তো-মা-কেই সব ভ-ক্তি,
তো-মা-কে আ-মি ভা-লো-বা-সি।
তো-মার আ-জ্ঞার হ-তে চাই বা-ধ্য—
তার প্র-ত্যেক-টাই তু-ল-না-হীন।
(কোরাস)
ও যি-হো-বা, প্রি-য় পি-তা,
তো-মা-কে স-ত্যিই ভা-লো-বা-সি।
২. সূ-র্য, চাঁদ আর তা-রা স-কল
তো-মার প্র-শং-সায় গায় দে-খো গান!
দি-নে-রা-তে তা-দের সা-থে
সব দি-য়ে কর-ব তো-মায় স-ম্মান।
দি-য়ে দে-ব সা-রা-টা জী-বন,
আজ এই মা-নত কর-ছি আ-মি।
(কোরাস)
ও যি-হো-বা, প্রি-য় পি-তা,
তো-মা-কে স-ত্যিই ভা-লো-বা-সি।
(আরও দেখুন দ্বিতীয়. ৬:১৫; গীত. ৪০:৮; ১১৩:১-৩; উপ. ৫:৪; যোহন ৪:৩৪.)