আপনি কি চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত আছেন?
হঠাৎ করেই ও না জানিয়েই চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থা দেখা দিতে পারে। (যাকোব ৪:১৪) তাই, একজন সতর্ক ব্যক্তি যতটা সম্ভব প্রস্তুত থাকবেন। (হিতো. ২২:৩) কোন ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো আপনি গ্রহণ করবেন, তা কি আপনি স্থির করেছেন ও আপনার সেই সিদ্ধান্তের বিষয়ে লিখে রেখেছেন? আপনাকে সাহায্য করার জন্য ২০০৬ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র নভেম্বর মাসের সংখ্যায় “আমার নিজের রক্ত ব্যবহার করার সঙ্গে জড়িত রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং চিকিৎসাপদ্ধতিগুলোকে আমি কোন দৃষ্টিতে দেখি?” নামক প্রবন্ধটি প্রকাশ করা হয়েছিল।
চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র (ইংরেজি) কার্ডটি বাড়িতে পূরণ করা যেতে পারে কিন্তু প্রকৃতপক্ষে দুইজন সাক্ষির উপস্থিতি ছাড়া তাতে সাক্ষর করা অথবা তারিখ লেখা উচিত নয়। এটা দল অধ্যক্ষের অথবা অন্য একজন প্রাচীনের সাহায্যে কিংডম হলে করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়টা হল যে, কার্ডে “স্টেটমেন্ট অভ্ উইটনেসেস”-এ যেমন উল্লেখ করা হয়েছে, সেইরকম কার্ডটিতে যেন সাক্ষর করা হয় ও সাক্ষরের সাক্ষি থাকে। সময়ে সময়ে দল অধ্যক্ষরা, নতুন কার্ডগুলো যারা পূরণ করেনি তাদের হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে এটা দেখতে যে, তাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, প্রত্যেক বছর একটা নতুন কার্ড পূরণ করতে হবে। প্রকাশকদের নির্দেশপত্র কার্ডের ফটোকপি নয় বরং আসল কার্ডটি নিজেদের সঙ্গে রাখা উচিত।
যেহেতু কোনো কোনো চিকিৎসাপদ্ধতি গ্রহণ করা হল বিবেকের বিষয়, তাই আপনি কোন চিকিৎসাপদ্ধতি গ্রহণ করবেন অথবা করবেন না সেটা বিবেচনা করার জন্য আপনি জরুরি অবস্থার মুখোমুখি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। কার্ডে ইংরেজিতে যা বলা হয়েছে, আপনি যদি তা পুরোপুরিভাবে বুঝতে না পারেন, তাহলে আপনার কাছে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য দয়া করে মণ্ডলীর এমন একজনকে জিজ্ঞেস করুন, যিনি সেই ভাষা ভালো করে জানেন। অন্যান্য প্রকাশক যেভাবে পূরণ করেছে, সেটাকে কপি করার পরিবর্তে, প্রত্যেকের প্রার্থনাপূর্বক বিষয়গুলোকে বিবেচনা করা উচিত এবং রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ও রক্ত ব্যবহার করা হয় এমন চিকিৎসাপদ্ধতিগুলোর বিষয়ে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। উল্লেখিত রেফারেন্সগুলোসহ ঈশ্বরের প্রেম বইয়ের ৭ অধ্যায় এবং ২০০৬ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র নভেম্বর মাসের ইনসার্টটি আপনাকে জেনেবুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এরপর, আপনি যদি বাপ্তাইজিত ব্যক্তি হন, তাহলে চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র কার্ডে আপনার বাছাইগুলোর বিষয়ে নির্দেশ করুন ও সবসময়ে কার্ডটি আপনার সঙ্গে রাখুন।
[৩ পৃষ্ঠার ব্লার্ব]
কোন ধরনের চিকিৎসাপদ্ধতিগুলো আপনি গ্রহণ করবেন, তা কি আপনি স্থির করেছেন ও লিখে রেখেছেন?