পরিচর্যায় jw.org ওয়েবসাইট ব্যবহার করুন
“পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” সুসমাচার ছড়িয়ে দিতে সাহায্য করার জন্য আমাদের ওয়েবসাইট হল এক কার্যকারী হাতিয়ার। (প্রেরিত ১:৮) বেশিরভাগ গৃহকর্তাই jw.org ওয়েবসাইটের সঙ্গে পরিচিত নন। তারা তখনই এই ওয়েবসাইট সম্বন্ধে জানতে পারেন, যখন একজন প্রকাশক তাদেরকে সেই সম্বন্ধে জানান।
একজন ভ্রমণ অধ্যক্ষ কেন বাইবেল অধ্যয়ন করবেন? নামক ভিডিওটা নিজের মোবাইলে ডাউনলোড করেন এবং সুযোগ পেলেই তিনি অন্যদের তা দেখান। যেমন, ঘরে ঘরে পরিচর্যার সময় তিনি বলেন: “আমি এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে সাহায্য করার জন্য লোকেদের সঙ্গে সাক্ষাৎ করছিলাম: কেন এই জগতে এত সমস্যা রয়েছে? কীভাবে ঈশ্বর এগুলোর সমাধান করবেন? এবং যতদিন না তিনি তা করেন, ততদিন পর্যন্ত কীভাবে আমরা ধৈর্য ধরতে পারি? এই সংক্ষিপ্ত ভিডিওটা এই প্রশ্নগুলোর উত্তর দেয়।” এরপর, তিনি ‘প্লে’ বাটনটা টিপে দেন এবং গৃহকর্তার প্রতিক্রিয়া লক্ষ করেন। এই ভিডিওটা এতটাই আকর্ষণীয় যে, বেশিরভাগ লোকই এটা শেষ না হওয়া পর্যন্ত চোখ ফেরাতে পারেন না। সেই ভিডিওটা শেষ হওয়ার পর ভ্রমণ অধ্যক্ষ বলেন: “আপনি সবেমাত্র শুনলেন যে, অনলাইনে আপনি একটা গৃহ বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ করতে পারেন। এই বাইবেল অধ্যয়ন কীভাবে করা হয়, সংক্ষেপে সেটার একটা নমুনা আমি আপনাকে দেখাতে পারি।” গৃহকর্তা রাজি হলে তিনি সুসমাচার ব্রোশার ব্যবহার করে সেটার একটা নমুনা দেখান। তবে গৃহকর্তা ব্যস্ত থাকলে তিনি পরের বার ফিরে এসে সেটা দেখানোর ব্যবস্থা করেন। প্রচারের ফাঁকে কফি খাওয়ার জন্য দোকানে গেলে তিনি পাশে বসে থাকা কোনো ব্যক্তির সঙ্গে আলাপ-পরিচয় করার পর তিনি আগের মতোই কথাগুলো বলেন। আপনি কি পরিচর্যায় jw.org ওয়েবসাইট ব্যবহার করছেন?