ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/১৪ পৃষ্ঠা ২
  • এই স্মরণার্থ মরসুমকে এক আনন্দের মরসুম করে তুলুন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এই স্মরণার্থ মরসুমকে এক আনন্দের মরসুম করে তুলুন!
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য এখনই পরিকল্পনা করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করবেন?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ মরসুম—কাজকে বৃদ্ধি করার এক বিশেষ সুযোগ!
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার গুণকীর্তন করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/১৪ পৃষ্ঠা ২

এই স্মরণার্থ মরসুমকে এক আনন্দের মরসুম করে তুলুন!

১. এই স্মরণার্থ মরসুমে আমাদের আনন্দ বৃদ্ধি করার একটা উপায় কী?

১ আপনি কি মার্চ, এপ্রিল ও মে মাসে আপনার আনন্দ বৃদ্ধি করতে চান? তা করার একটা উপায় হল, আপনার পরিচর্যায় আরও বেশি করে অংশগ্রহণ করা আর সম্ভব হলে, সহায়ক অগ্রগামীর কাজ করা। কীভাবে এটা আপনার আনন্দ বৃদ্ধি করবে?

২. পরিচর্যায় আরও বেশি করে অংশগ্রহণ করার ফলে কীভাবে আমাদের আনন্দ বৃদ্ধি পাবে?

২ আপনার আনন্দ বৃদ্ধি করুন: যিহোবা আমাদের এমন ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, যাতে আমরা আমাদের সহজাত আধ্যাত্মিক চাহিদা পূরণ করার সময় তাঁকে উপাসনা করার মাধ্যমে আনন্দ ও পরিতৃপ্তি লাভ করতে পারি। (মথি ৫:৬) এ ছাড়া, তিনি আমাদের এমনভাবে তৈরি করেছেন, যাতে আমরা অন্যদের কাছে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে সুখ লাভ করতে পারি। (প্রেরিত ২০:৩৫) পরিচর্যা আমাদেরকে এই দুটো বিষয়ই করার অর্থাৎ ঈশ্বরের উপাসনা করার ও লোকেদেরকে সাহায্য করার সুযোগ প্রদান করে। তাই, এটা যুক্তিযুক্ত যে, পরিচর্যায় আরও বেশি করে অংশগ্রহণ করার ফলে অনেক বেশি অনন্দ লাভ করা যায়। এ ছাড়া, যত বেশি আমরা প্রচার করব, আমরা হয়তো তত বেশি দক্ষ হয়ে উঠতে পারব। আর আমরা যখন দক্ষতা অর্জন করি, তখন আমাদের আস্থা বৃদ্ধি পায় ও আমরা অযথা ঘাবড়ে যাই না। এর ফলে, সাক্ষ্য দেওয়ার ও বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমাদের আরও বেশি সুযোগ থাকবে। এই সমস্তই পরিচর্যাকে আরও বেশি করে উপভোগ করার সুযোগ করে দেয়।

৩. কেন সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য মার্চ ও এপ্রিল মাস হবে, বিশেষভাবে উত্তম মাস?

৩ সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য মার্চ ও এপ্রিল মাস হবে, বিশেষভাবে উত্তম মাস কারণ ওই মাস দুটোতে আমরা হয় ৩০ ঘন্টা নতুবা ৫০ ঘন্টা পূরণ করা বেছে নিতে পারি। এ ছাড়া, শনিবার, ২২ মার্চ থেকে সোমবার, ১৪ এপ্রিল স্মরণার্থ সভার দিন পর্যন্ত, আমরা স্মরণার্থ সভায় যোগদান করার জন্য অন্যদেরকে আমন্ত্রণ জানানোর এক আনন্দজনক অভিযানে অংশ নেব। নির্ধারিত সময়ের মধ্যে, যতটা সম্ভব এলাকা শেষ করার জন্য যখন অনেকে “একযোগে” বা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তখন মণ্ডলীগুলো খুবই রোমাঞ্চিত হবে।—সফ. ৩:৯.

৪. আমরা যদি সহায়ক অগ্রগামীর কাজ করতে চাই, তাহলে আমাদের কী করা উচিত?

৪ এখনই প্রস্তুতি নিন: আপনি যদি ইতিমধ্যে প্রস্তুতি না নিয়ে থাকেন, তাহলে আপনার তালিকাকে পুনরায় বিবেচনা করার জন্য সময় করে নিনও দেখুন যে, এক বা একাধিক মাসে আপনার পরিচর্যায় আরও বেশি করে অংশগ্রহণ করার জন্য আপনি কোন রদবদলগুলো করতে পারেন। এই বিষয়ে প্রার্থনা করুন। (যাকোব ১:৫) আপনার পরিবারের ও মণ্ডলীর অন্যান্যের সঙ্গে এই বিষয়ে কথা বলুন। (হিতো. ১৫:২২) আপনি হয়তো দেখবেন যে, স্বাস্থ্যগত সমস্যা অথবা কাজের এক ব্যস্ত তালিকা থাকা সত্ত্বেও, আপনি সেই আনন্দ উপভোগ করতে পারছেন, যা সহায়ক অগ্রগামীর কাজ করার ফলে লাভ করা যায়।

৫. এই স্মরণার্থ মরসুমে আমরা যদি আমাদের পরিচর্যায় আরও বেশি করে অংশগ্রহণ করি, তাহলে তার ফল কী হবে?

৫ যিহোবা চান তাঁর দাসেরা যেন আনন্দিত থাকে। (গীত. ৩২:১১) এই স্মরণার্থ মরসুমে আমাদের পরিচর্যায় আরও বেশি করে অংশগ্রহণের প্রচেষ্টা করার মাধ্যমে আমরা যে কেবল নিজেদের আনন্দকেই বৃদ্ধি করব তা নয়, কিন্তু সেইসঙ্গে আমরা আমাদের স্বর্গীয় পিতাকেও আনন্দিত করব।—হিতো. ২৩:২৪; ২৭:১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার