ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ৪৪-৪৮
‘নিজের জন্য মহৎ মহৎ বিষয় চেষ্টা’ করা বন্ধ করুন
বারূক সম্ভবত রাজবাড়ির একজন শিক্ষিত কর্মচারী ছিলেন। যদিও তিনি যিহোবার উপাসনা করতেন ও বিশ্বস্তভাবে যিরমিয়কে সাহায্য করতেন, কিন্তু তিনি একটা পর্যায়ে সঠিক দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেছিলেন। তিনি ‘মহৎ মহৎ বিষয়ের চেষ্টা’ করতে শুরু করেছিলেন, হতে পারে রাজসভায় আরও প্রাধান্য লাভ করতে চেয়েছিলেন কিংবা বস্তুগত সমৃদ্ধির চেষ্টা করেছিলেন। যিরূশালেমের আসন্ন ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য তার চিন্তাভাবনা রদবদল করার প্রয়োজন ছিল।