ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ১-৩
“স্বর্গ-রাজ্য সন্নিকট হইল”
যোহন বাপ্তাইজকের পোশাক-আশাক ও চেহারা স্পষ্টভাবে দেখাত যে, তিনি সাদাসিধে জীবনযাপন করতেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করার ক্ষেত্রে পুরোপুরি নিয়োজিত ছিলেন
যোহন তার জীবনে যা-কিছু ত্যাগস্বীকার করেছিলেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে তিনি সবচেয়ে বড়ো যে-সুযোগ লাভ করেছিলেন, তা হল যিশুর অগ্রদূত হওয়া
এক সাদাসিধে জীবন ঈশ্বরের সেবায় আরও বেশি কিছু করতে আমাদের সাহায্য করে আর ফল স্বরূপ গভীর পরিতৃপ্তি লাভ করা যায়। আমরা আমাদের জীবন সাদাসিধে করতে পারি . . .
প্রকৃত প্রয়োজন শনাক্ত করার মাধ্যমে
অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার মাধ্যমে
এক বাস্তবসম্মত বাজেট তৈরি করার মাধ্যমে
ব্যবহার করা হয় না এমন জিনিসপত্র ফেলে দেওয়ার মাধ্যমে
ঋণ পরিশোধ করার মাধ্যমে
চাকরির পিছনে অতিরিক্ত সময় ব্যয় না করার মাধ্যমে
যোহন পঙ্গপাল ও বনের মধু খেতেন
এক সাদাসিধে জীবনযাপন আমাকে কোন লক্ষ্য অনুধাবন করতে সাহায্য করবে?