ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৩-৫
প্রথম মিথ্যা কথার মারাত্মক পরিণতি
৩:১-৬, ১৫-১৯
হবাকে মিথ্যা কথা বলার পর থেকে শয়তান লোকেদের ভ্রান্ত করে চলেছে। (প্রকা ১২:৯) শয়তানের দ্বারা ছড়ানো এই মিথ্যাগুলো কীভাবে লোকেদের যিহোবার নিকটবর্তী হতে বাধা দিয়েছে?
ঈশ্বর বলে কেউ নেই
ঈশ্বর হলেন এক রহস্যময় ত্রিত্ব
ঈশ্বরের কোনো নাম নেই
ঈশ্বর মানুষকে চিরকাল ধরে অগ্নিময় নরকে যাতনা দেন
সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছানুসারে হয়ে থাকে
ঈশ্বর মানুষের জন্য চিন্তা করেন না
ঈশ্বর সম্বন্ধে এই সমস্ত মিথ্যা কথা শুনে আপনি কেমন অনুভব করেন?
ঈশ্বরের নামের উপর থেকে অপবাদ দূর করার ক্ষেত্রে আপনি কীভাবে সাহায্য করতে পারেন?