ঈশ্বরের বাক্যের গুপ্তধন
কেন অভিযোগ করার মনোভাব এড়িয়ে চলা উচিত?
অভিযোগ করার মনোভাব যিহোবাকে অসন্তুষ্ট করে (গণনা ১১:১; প্রহরীদুর্গ ০১ ৬/১৫ ১৭ অনু. ২০)
অভিযোগ করার মনোভাব স্বার্থপরতা এবং কৃতজ্ঞতা বোধের অভাবকে প্রকাশ করে (গণনা ১১:৪-৬; প্রহরীদুর্গ ০৬ ৭/১৫ ১৫ অনু. ৭)
অভিযোগ করার মনোভাব অন্যদের নিরুৎসাহিত করে (গণনা ১১:১০-১৫; অন্তর্দৃষ্টি-২ ৭১৯ অনু. ৪, ইংরেজি)
যদিও প্রান্তরে ইজরায়েলীয়দের জীবন সহজ ছিল না, তবুও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার যথেষ্ট কারণ ছিল। আমরা যদি যিহোবার কাছ থেকে পাওয়া সমস্ত আশীর্বাদের বিষয়ে ধ্যান করি, তা হলে এটা আমাদের অভিযোগ করার মনোভাব এড়িয়ে চলতে সাহায্য করবে।