গান ১১৫
যিহোবার ধৈর্যের জন্য কৃতজ্ঞ
১. দু-ষ্ট-তা ভ-রা জ-গৎ সং-সার,
দে-খে কাঁ-দি সব অ-বি-চার।
স্ব-স্তি তাই খোঁ-জে তো-মার দাস।
ম-ন্দ-তার তু-মি কর-বে নাশ।
উ-দা-সীন তু-মি লো-কে ভা-বে—
দিন তো-মার এ-লে সব ঠিক হ-বে।
(কোরাস)
যি-হো-বা, কর-বে ন্যায়-বি-চার।
প্র-শং-সা ক-রি ধৈ-র্য তো-মার।
২. হা-জার ব-ছর তো-মার-ই চো-খে
যায় যে চ-লে এক প-ল-কে।
আস-ছে তো-মার সেই ম-হা-দিন,
হ-বে প্র-মাণ নও উ-দা-সীন।
থাক-বে না কো-নো কি-ছুর অ-ভাব,
থাক-বে না আর যে পা-পের প্র-ভাব।
(কোরাস)
যি-হো-বা, কর-বে ন্যায়-বি-চার।
প্র-শং-সা ক-রি ধৈ-র্য তো-মার।
(আরও দেখুন নহি. ৯:৩০; লূক ১৫:৭; ২ পিতর ৩:৮, ৯.)